Post
Topic
Board Other languages/locations
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Wonder Work
on 04/01/2025, 18:46:56 UTC
1. Wonder Work [18]
ওয়াও এই মাসে আমি দেখতে দেখতে সবার আগে এসে গেছি। যদিও এর আগের বারে দ্বিতীয় স্থানে এসেছিলাম কিন্তু এইবার একবারে সবার উপরে উঠে গেছে।

গত মাসে সেরকম বাংলা থ্রেডে পোস্ট হয়নি কেমন যেন এখানে পোস্টের সংখ্যা কমে গেছে। সবাই বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে দেখা যায় এখানে পোস্ট করতে পারে না তবে সবাই চেষ্টা করবেন এখানে পোস্ট করতে। আপনার বিভিন্ন বিষয়ে আলোচনা করলে তাও এখান থেকে অনেক কিছু শিখতে পারি। যাইহোক ভালো লাগলো আমি সবার প্রথমে‌ থাকার চেষ্টা করবো।