Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Shishir99
on 05/01/2025, 10:39:32 UTC
⭐ Merited by Review Master (1)
বিষয়টি আমিও জানি, কিন্তু আমি সবার মতো নয়। আপনিও হয়তো আমাকে কমবেশি যাইহোক চেনেন, কিন্তু যারা পুরাতন এবং আমার প্রোফাইলের শুরু থেকেই চেনে তারা জানে যে, আমি এখানে পোষ্ট মূলত করি যেন সকলে বিষয়গুলো জানতে পারে কিংবা আমার ওমন তথ্যবহুল পোষ্ট করতে ভালো লাগে তাই। ইনকাম করার বিষয়টি সবার জন্য (এমনকি আমার জন্যও) প্রযোজ্য, কিন্তু তথ্যবহুল পোষ্টের ক্ষেত্রে সেটিকে আমি কম প্রাধান্য দেই। নইলে আমার যে টুইটার প্রোফাইল আছে, সেটিতে paid content পোষ্ট করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করতাম। Wink

ভালো লাগলো যে, আমার হুটহাই পোষ্ট দেওয়াটা আপনারও ভালো লাগে Grin , আমি আসলে অনেক আগে থেকেই চেষ্টা করতেছি এয়ারড্রপ কিংবা মার্কেট থেকে কিভাবে সকলে ভালো ইনকাম করতে পারবে, সেগুলো নিয়ে পোষ্ট করার। কিন্তু পড়ালেখা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য সময় হয়ে উঠে নাহ।

আমি কিছুদিন আগে ভালো ভালো পোষ্ট এর একটা তালিকা বানিয়েছিলাম। পোষ্টগুলো ক্যাটাগরী অনুযায়ী সাজিয়ে একটা পোষ্ট করেছি এবং সেটা ওপিতে এ্যাড করা হয়েছে। তো সেই কাজ করতে গিয়ে ১ম পৃষ্ঠা থেকে শুরু করে একদম এই পর্যন্ত লেখা সকল পোষ্ট আমাকে পড়তে হয়েছে। যে কারনে, আপনার অনেক পুরাতন পোষ্ট ও আমার পড়া হয়েছে। আপনার ফোরাম রেংক সিনিয়র মেম্বার হলেও, আপনি যে কতটুকু সিনিয়র, সেটা আপনার পোষ্ট পড়ে আমার আন্দাজ হয়েছে।

হ্যা, আপনি চাইলে হয়তো প্রমোশন করিয়ে ভালো টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু এই যে টাকার বিনিময়ে আপনি যেনতেন প্রজেক্ট প্রমোট করেননি, সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাতে চাই। আপনি সময় পেলেই ফোরামে আসবেন, আর কমিউনিটিকে আপডেট দিবেন, সেই অপেক্ষাই থাকবে।