Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Review Master
on 04/01/2025, 17:06:53 UTC
⭐ Merited by Crypto Library (1)
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।

দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।

আসলে ভাই আমাদের ফোরাম একটিভিটি ডিপেন্ড করে সুযোগ সুবিধার ওপর। যারা সিগন্যাচার ক্যাম্পেইনে আছে, তারা নিয়মিত পোষ্ট করলেও, সিগন্যাচার ক্যাম্পেইন থেকে ড্রপ হলেই একটিভিটি কমে যায়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আপনি ফোরামে সময় দিতে পারছেন না এর মানে হলো, আপনি যেখানে সময় দিচ্ছেন, সেখানে ফোরাম থেকে যা ইনকাম করতেন তার থেকে বেশি ইনকাম হচ্ছে। আপনি যদি অন্য কোথাও থেকে বেশি ইনকাম করতে পারেন, তাহলে ফোরামে সময় দেয়াটা আপনার কাছে অপচয় মনে হতে পারে। যেহেতু এখান থেকে আপনি কোনো ইনকাম করছেন না, তাই এখানে একটিভ হওয়ার জন্য জোর করে টাইম বের করার দরকার নেই। আপনি টিপিক্যাল রিভিউ মাষ্টার হিসেবে আছেন, যিনি হুটহাট করে দরকারি পোষ্ট নিয়ে আসেন। সেটাই ভালো। তবে যদি সময় বের করে পোষ্ট এর সংখ্যা বাড়াতে পারেন, সেটাও ভালো হবে। ধন্যবাদ কমিউনিটিতে সময় দেয়ার জন্য।

বিষয়টি আমিও জানি, কিন্তু আমি সবার মতো নয়। আপনিও হয়তো আমাকে কমবেশি যাইহোক চেনেন, কিন্তু যারা পুরাতন এবং আমার প্রোফাইলের শুরু থেকেই চেনে তারা জানে যে, আমি এখানে পোষ্ট মূলত করি যেন সকলে বিষয়গুলো জানতে পারে কিংবা আমার ওমন তথ্যবহুল পোষ্ট করতে ভালো লাগে তাই। ইনকাম করার বিষয়টি সবার জন্য (এমনকি আমার জন্যও) প্রযোজ্য, কিন্তু তথ্যবহুল পোষ্টের ক্ষেত্রে সেটিকে আমি কম প্রাধান্য দেই। নইলে আমার যে টুইটার প্রোফাইল আছে, সেটিতে paid content পোষ্ট করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করতাম। Wink

ভালো লাগলো যে, আমার হুটহাই পোষ্ট দেওয়াটা আপনারও ভালো লাগে Grin , আমি আসলে অনেক আগে থেকেই চেষ্টা করতেছি এয়ারড্রপ কিংবা মার্কেট থেকে কিভাবে সকলে ভালো ইনকাম করতে পারবে, সেগুলো নিয়ে পোষ্ট করার। কিন্তু পড়ালেখা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য সময় হয়ে উঠে নাহ। ২০২৫ সালের আমার কিছু পরিকল্পনার মধ্যে একটি হলো:

- BitByte Crypto টুইটারে আরো ভালো ভালো airdrops strategy পোষ্ট করা এবং সেইসাথে সেগুলো এখানেও আপনাদের জন্য শেয়ার করা

দেখা যাক, কতদূর এগোতে পারি এবং এইবছরে মিলিয়ন ডলার ইনকাম করা যায় কি নাহ!! Grin





সবই বুঝলাম বাট আপনি টপ ৫ এ গেলেন কেমনে। আপনাকে তো অনেক রেয়ারলি দেখা যায়। ঠাস করে এসে পোস্ট করে আবার গায়েব হয় যান! এতগুলো পোস্ট করলেন কোন ফাকে?

আমি আগে থেকেই তো সেরা ৫ এ ছিলাম, গতবছর হয়তো সেরা ৫ এর বাহিরে ছিলাম। তাই ২০২৪ সালে কিছু পোষ্ট করে এগিয়ে নিয়েছিলাম নিজেকে।  Wink

এগুলো কি প্রজেক্ট নাকি টোকানের নাম? বুঝতেছিনা,  লিংক দিতেন।

ওসব মূলত প্রজেক্টের category নাম এবং ওই ক্যাটাগরির যেসব প্রজেক্ট রয়েছে, সেগুলো এখন CT কিংবা influencers দের কারণে ভালো পাম্প-ডাম্প করে থাকে। তাই বিশ্লেষণ শেষে যদি কোনো প্রজেক্টে কম মার্কেটক্যাপ থাকা অবস্থায় বিনিয়োগ করতে পারেন, তাহলে ভালোই লাভ করবেন। আবার যদি influencers দের টুইটার কিংবা youtube ভিডিও দেখে বিনিয়োগ করেন, তাহলে আপনি তাদের জন্য exit liquidity হয়ে যাবেন এবং আপনার বিনিয়োগ থেকে ক্ষতি হবে। তাই আপনাকে বিশ্লেষণ অনেক করতে হবে এবং টুইটার কমিউনিটি কোনটি নিয়ে এখন অনেক হাইপে রয়েছে, সেটি বুঝে ভালো ওসব ক্যাটাগরির ভালো প্রজেক্টে বিনিয়োগ করতে হবে।

LINK
NEAR
AAVE
VANRY

আমি এগুলো নিয়ে অনেক আশাবাদী। বাইদাওয়ে ইগনোর করুক আর না করুক শেয়ার কইরেন ভাই, একজন হলেও উপকৃত হবে এখান থেকে।
NEAR মূলত L1 chain এর পাশাপাশি AI এর জন্য চেইন হিসেবে ঘোষণা করেছিলো, আর AI narrative/trend এর জন্য এটি মূলত ভালোই বৃদ্ধি পেয়েছে। আপনি এসব পুরাতন টোকেন/কয়েনের চেয়ে নতুন যেসব AI agent প্রজেক্ট virtual এ ফান্ডিং করতেছে কিংবা Launch করতেছে, সেগুলোতে রিস্ক নিয়ে বিনিয়োগ করলে ভালো লাভ করতে পারবেন। কারণ bull season ছাড়া পুরাতন কয়েন/টোকেনগুলো তেমন বৃদ্ধি পাবে নাহ, আর বুদ্ধি পেলেও অনেক সময়সাপেক্ষ বিষয়।