Post
Topic
Board Other languages/locations
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Shishir99
on 06/01/2025, 11:23:49 UTC
আরে আমি ভুলেই গিয়েছিলাম যে, আপনি ওসব পোষ্ট করেছিলেন। সত্যিকথা বলতে, আমারও ওমন একই ধরনের পোষ্ট করার পরিকল্পনা ছিলো ২০২০ কি ২০২১ সালের দিকে (সঠিক সময়টা মনে নাই) এবং আমি মনে হয় ২০ অথবা ২৫ পেইজ পর্যন্ত সকল পোষ্ট পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি ভুলে গিয়েছিলাম এবং ওমন পোষ্ট আর করা হয় নাই।

যাইহোক আপনি একটি ভালো কাজ করেছেন নতুন বাংলা ব্যবহারকারীদের জন্য। আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই এবং আশা করি, এই বছরে লোকাল কমিউনিটিতে আরো ভালো ভালো পোষ্ট আসবে, হোক সেটা আমার কিংবা অন্য কারো থেকে। Cheesy

কাজটা অনেক বেশি লম্বা সময়ের। আমি জানি না কতোদিন এক টাকা পেইজ গুলো পড়েছি, তবে ১৫ দিনের ওপড়ে লেগেছে বলে মনে হয়। সেই সময়ে ফোরামের অনেক একাউন্ট দেখেছি যারা ভালো স্টার্ট করে আবার সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। কেউ আবার সেখান থেকে এখনি অব্দি টিকে আছে। অনেকে আবার বাংলাদেশ থ্রেড কে ব্যাবহার করে পজিশন তৈরী করে বাংলাদেশ থ্রেড এ আসা বন্ধ করে দিয়েছে। এগুলো অনেক কিছুই এই কিছুদিনে পড়া হয়েছে এবং বুঝা হয়েছে।

আর পোষ্ট এর যে তালিকা, সেটা মাসিক হিসেবেও আপডেট হতে পারে, আবার কয়েকমাস পর পর ও আপডেট হতে পারে। তবে এখন নেভিগেট করা সহজ হয়েছে আগের চাইতে। কেউ যদি মনে করতে পারে পোষ্ট টা কি নিয়ে ছিলো, সেটা তার জন্য বের করা একদম সহজ হয়ে যাবে।