আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
5. Review Master [308] ⬆
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি।
আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
ধন্যবাদ ভাই আপনিও যে আমার এই মাসিক রিপোর্টগুলো দেখেন।
যাই হোক আমার এই মাসিক রিপোর্টে টপ টেন পোস্টার দের নাম মেনশন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেন ইউজারদের মধ্যে একটা কম্পিটিশন থাকে এবং সেই কম্পিটিশন থেকে বাংলা থ্রেড এর একটিভিটি এর দিক থেকে এগিয়ে যাক।
আপনার জন্য সবসময় শুভকামনা রঈলো, নতুন করে আর বলার কিছু নাই। কিন্তু সবাই চায় নিজেদের সেরাদের মধ্যে দেখতে, তাই যখন এসবের নোটিফিকেশন পাই মন চায় অন্য সব বাদ দিয়ে আবার আগের মতো এক্টিভ হই। যেমনটা আপনিও বললেন যে, এতে ব্যবহাকারীদের মাঝে যেন একটি প্রতিযোগিতা থাকে এবং এতে আমাদের লোকাল বোর্ডে ভালো হবে।
আমি কিছুদিন আগে ভালো ভালো পোষ্ট এর একটা তালিকা বানিয়েছিলাম। পোষ্টগুলো ক্যাটাগরী অনুযায়ী সাজিয়ে একটা পোষ্ট করেছি এবং সেটা ওপিতে এ্যাড করা হয়েছে। তো সেই কাজ করতে গিয়ে ১ম পৃষ্ঠা থেকে শুরু করে একদম এই পর্যন্ত লেখা সকল পোষ্ট আমাকে পড়তে হয়েছে। যে কারনে, আপনার অনেক পুরাতন পোষ্ট ও আমার পড়া হয়েছে। আপনার ফোরাম রেংক সিনিয়র মেম্বার হলেও, আপনি যে কতটুকু সিনিয়র, সেটা আপনার পোষ্ট পড়ে আমার আন্দাজ হয়েছে।
আরে আমি ভুলেই গিয়েছিলাম যে, আপনি ওসব পোষ্ট করেছিলেন। সত্যিকথা বলতে, আমারও ওমন একই ধরনের পোষ্ট করার পরিকল্পনা ছিলো ২০২০ কি ২০২১ সালের দিকে (সঠিক সময়টা মনে নাই) এবং আমি মনে হয় ২০ অথবা ২৫ পেইজ পর্যন্ত সকল পোষ্ট পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি ভুলে গিয়েছিলাম এবং ওমন পোষ্ট আর করা হয় নাই।
যাইহোক আপনি একটি ভালো কাজ করেছেন নতুন বাংলা ব্যবহারকারীদের জন্য। আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই এবং আশা করি, এই বছরে লোকাল কমিউনিটিতে আরো ভালো ভালো পোষ্ট আসবে, হোক সেটা আমার কিংবা অন্য কারো থেকে।

হ্যা, আপনি চাইলে হয়তো প্রমোশন করিয়ে ভালো টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু এই যে টাকার বিনিময়ে আপনি যেনতেন প্রজেক্ট প্রমোট করেননি, সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাতে চাই। আপনি সময় পেলেই ফোরামে আসবেন, আর কমিউনিটিকে আপডেট দিবেন, সেই অপেক্ষাই থাকবে।
ধন্যবাদ।
তাই যারা লাভ করতে চান তারা এইসব narrative এর প্রজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ শেষে trade/invest করতে পারেন।
- DePin
- AI Agent
- DeSci
AI Agent কিংবা DeSci এর নিত্যনতুন প্রজেক্টের হালনাগাদ/আপডেট পাওয়ার জন্য, আপনারা এনাকে টুইটারে অনুসরণ করতে পারেন।
-
https://x.com/cryptoboys27কিন্তু অন্ধের মতো অনুসরণ করে, আবার মারা খাইয়েন নাহ।
