- DePin
- AI Agent
- DeSci
গতকালকে DeSci ক্যাটাগরি নিয়ে হালকা তথ্য দিয়েছিলাম, আজকে AI Agent নিয়ে কিছু তথ্য:
আমি নিজেই AI কিংবা AI Agent narrative টিতে তেমন আগ্রহ দেখাই নাই, কিন্তু বর্তমানে এটির হাইপ অন্য লেভেলে রয়েছে। আমি নিজেই
VIRTUAL যখন $০.৩০ কিংবা কম ছিলো তখন বিনিয়োগ করতে চেয়েও করি নাই। আর বর্তমানে VIRTUAL ট্রেড হচ্ছে $৪.০০+ মানে প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আরও একটি উদাহরণ হলো
AI16Z টোকেনের , যেটি গতমাসের শুরুতে $০.৩০ তে ট্রেড হইতেছিলো এবং আমি নিজে ক্রয়ের চিন্তা করেও পরে আর ক্রয় করি নাই। VIRTUAL এর মতো একই কাহিনী এর ক্ষেত্রে এবং এটিও প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।
যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।
-
https://www.coingecko.com/en/coins/holdstation-
https://x.com/WuBlockchain/status/1875806636327235664বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ।
