Post
Topic
Board Other languages/locations
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Crypto Library
on 06/01/2025, 18:08:12 UTC
যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।

- https://www.coingecko.com/en/coins/holdstation
- https://x.com/WuBlockchain/status/1875806636327235664

বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ। Wink
এটি ছাড়া আর কি কি পজিটিভ দিক আপনি এই কয়েনে দেখতে পাচ্ছেন, একটু জানান।

zksync চেইন সম্পর্কে বেশি কিছু জানা নাই তবে আপনার শেয়ার করার পরে ভাবতেছি একটু এক্সপ্লোর করে দেখব, তারপরও আপনার থেকে এদের সম্পর্কে একটু হালকা পাতলা কয়েকটা পজিটিভ জিনিস জানতে পারলেও ভালো লাগতো।

Holdstation কয়েনটি দেখলাম মাত্র ৩০ মিলিয়ন সাপ্লাই সেটাও আবার ম্যাক্স সাপ্লাই মানে লিমিটেড। আর সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে ৭.৯ মিলিয়ন. কোন সন্দেহ নাই যে  প্রজেক্টটিতে যদি হোয়েলরা আকৃষ্ট হয় তাহলে এটা ১৫ গুণ হতেও সময় লাগবে না। কারণ এটার যে সাপ্লাই দেখতেছি আর তাছাড়া  লো মার্কেট ক্যাপ। তবে ভাই এদের Seedless Recovery ফিচারস এর বিষয়টি বুঝলাম না। আপনার কি এ বিষয়ে জানা রয়েছে কিছু?


efialtis একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন " [FREE RAFFLE] HAT.EFIALTIS.4 - 0.001 BTC Loaded - Icarus Bitcointalk Hat Edition" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5525468

ধন্যবাদ এটি শেয়ার করার জন্য এই ধরনের রেফেল ড্র তে আবারো অনেকদিন পরে পার্টিসিপেট করলাম।
যাই হোক যারা প্রাইভেসি এর কারণে এই ধরনের রেফেল ড্র তে অংশগ্রহণ করতে পারেন না।
তাদের জন্য আমি এটা শেয়ার করলাম। ৫০ ডলারের ফ্রি রাফেল @whale নিয়ে এসেছে-

Quote from: [Trust Pilot] Telegram [@Whale] 🐳 [ANN Thread] & [Features Thread] & [News Alert] new [Twitter] Old Verified