যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।
এখানে এসে সবার পোস্ট পড়তেছিলাম Zksync এর বিষয়ে দেখে রিপ্লাই না করে পারলাম না। Zksync হচ্ছে আমার দেখা মতে এবং আমার এক্সপেরিয়েন্স এর মতে সবচাইতে জঘন্য একটা চেইন। Teva Zksync চেইনের একটা টোকেন যেটা থেকে রিসেন্টলি আমি অনেক বড় ধরনের লস করেছি আর এর জন্য দায়ী zksync চেইন। এই টোকেনটা pancakeswap এ দাম কম ছিলো কিছুটা যেখানে $1k দিয়ে টোকেন কিনে Mexc বা Gate.io তে বিক্রি করলে 60$ এর মত প্রফিট পাওয়া যেত ক্যালকুলেশন করে। সবকিছুই ঠিক ছিল তবে আপনি জানেন কিনা জানিনা zksync এর block confirm হতে 24 ঘন্টা সময় লাগে যার কারণে পরবর্তীতে আমাকে 300$ লস করতে হইছে কারণ 24 ঘণ্টা পরে টোকেনের দাম অনেক কমে গিয়েছিল। যদি আপনি আপনার পার্সোনাল ওয়ালেট থেকে zksync এর কোনো টোকেন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে সেটা এক্সচেঞ্জে ক্রেডিট হতে 24 ঘণ্টা সময় লাগবে। যদিও Mexc আগে 5-10 মিনিটের মধ্যে pri-cradit করতো সেখানে আপনি টোকেন ট্রেড করতে পারতেন তবে 24 ঘণ্টার মধ্যে ফান্ড উইথড্র করতে পারবেন না যতক্ষণ পযর্ন্ত আপনার পুরো ব্লক কনফার্ম না হবে। তাই এই চেইনের কোনো কয়েনের উপর আমার ভরসা নেই।