zksync এর block confirm হতে 24 ঘন্টা সময় লাগে যার কারণে পরবর্তীতে আমাকে 300$ লস করতে হইছে কারণ 24 ঘণ্টা পরে টোকেনের দাম অনেক কমে গিয়েছিল। যদি আপনি আপনার পার্সোনাল ওয়ালেট থেকে zksync এর কোনো টোকেন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে সেটা এক্সচেঞ্জে ক্রেডিট হতে 24 ঘণ্টা সময় লাগবে।
আপনি যেটি করতেছিলেন, সেটিকে arbitrage বলে এবং এমন arbitrage করতে গেলে ক্ষতির সম্মুখীন হওয়া স্বাভাবিক, বিশেষ করে যখন এটি কোনো L2 চেইনের টোকেন হয়ে থাকে। প্রত্যেকটি L2 চেইনের মেইননেটে block confirmation সময় ভিন্ন হয়ে থাকে। তাই এটিই বলবো যে, এমন arbitrage করার আগে অবশ্যই কোন L2 কিংবা L3 চেইন থেকে টোকেনগুলোকে পাঠাচ্ছেন, সেটি আগে দেখে নিবেন।
আপনারা জানেন কি নাহ, কিন্তু বিভিন্ন L2/L3 চেইনের পরিসংখ্যানের জন্য একটি ওয়েবসাইট খুবই জনপ্রিয়। তো যারা বিভিন্ন নতুন L2/L3 চেইনের তথ্য দরকার, তারা এটি ব্যবহার করতে পারেন।

-
https://l2beat.com/scaling/summary