১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে
বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন:
https://x.com/0xSultan_/status/1876282542992822350 hyperliquid এক্সচেঞ্জার সম্পর্কে আজকে প্রথম জানলাম এবং এর ইউজিং এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে এখন উপর তো শুনিনি। আর এটি আসলে সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ নাকি মধ্যবর্তী পর্যায়ের এখনো আমি কনফিউশনে রয়েছি। তবে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না এটা অন্তত বুঝতে পারতেছি।
এখন আপনার শেয়ার করা ZRO টুকেনটি সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম গত দুই মাসের মধ্যে এখন দাম অনেকটাই DIP এ রয়েছে তবে দুঃখজনকভাবে হলেও আপনার এন্ট্রি পয়েন্ট এখন ক্রস করে 4.60+ হয়ে গিয়েছে এখন সামনে আদৌ সম্ভব হবে কিনা যে আপনার দুইটি এন্ট্রি পয়েন্টে আবার কাম ব্যাক করবে।
কি মনে করেন আসবে ? তাহলে হালকা পাতলা নেওয়া যেতে পারে অর্ডার সেট করার জন্য।