Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 11/01/2025, 21:04:08 UTC
চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।





আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।
আপনি ভাই এত খবর কোত্থেকে রাখেন। তাইতো বলি আপনার সময় আপনি ঢালেন কোন জায়গায়। যাইহোক ঢালার পরে যে আপনি সেই পরিমাণ ফিডব্যাক হিসেবে প্রফিট গেইন করতে পারতেছেন এটাই হলো সাকসেস।
Quote
এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin
আপনাকে জিজ্ঞেস করার একটা মাত্রই কারণ এটির ইন্টারফেস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এর মতন। আবার তাছাড়া দেখি এখানে ওয়ালেট কানেক্ট ছাড়াও ইমেইল দ্বারা লগইন করার অপশনও রয়েছে।
যেহেতু এটা ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জার যদিও এটা কে আমার উভয়লিঙ্গ এক্সচেঞ্জার মনে হয়েছে  Grin .

আমার এটা সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে  এটাতে একটু এক্সপ্লোর করব দেখা যাক অন্যান্য সেন্ট্রালাইস এক্সেনজার এর পরিবর্তে এই ধরনের এক্সচেঞ্জার  ব্যবহার করার জন্য কেমন উপযোগী।