কেমন আছেন সবাই?
চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
কিছু করলেও দোষ না করলেও দোষ চুপ থাকলেও দোষ ডিফেন্ড করলেও দোষ। মানুষ যাবেতো যাবে কোথায়? তুমি বাংলাদেশি মানে তুমি চোর, লল লাইক সিরিয়াসলি? প্রুফ নাই লিংক নাই কিছুনাই ছোট্টএকটা আননেসেস্যারি একটা রিজন দেখায়ে ট্যাগমাইরা দিবে, হোয়ার্টএ জোক। আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!।
একটা জিনিস দেখলে খারাপই লাগে কিছু সংখ্যক এবিউজারদের জন্য গোটা কমিউনিটির উপর সবার বায়াসড মনোভাব।