আবার কেউ যদি কোন উৎসব উপলক্ষে অ্যাকাউন্ট করে দেয় এবং ওই সময় যারা যারা বাংলাদেশে বিশেষ করে একাউন্ট করছে তাদেরকে মহাজাগতিক অপরাধ হিসেবে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। এখানে মূলত বাংলাদেশি হিসেবে আমাদের ভুল তাছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশীদের প্রতি এক প্রকারের ঘৃণা প্রবণতা থেকে এরকম হচ্ছে বলে মনে হয়। আবার কোন ম্যানেজার যদি সাপোর্ট দেয় তাহলে তাকেও ইন্ধনদাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটা কোন কথা হলো।
উৎসব উপলক্ষে যারা একাউন্ট করেছে, তারা যে অল্ট একাউন্ট, এটা তো অস্বীকার করার উপায় নেই। আবার কো ইন্সিডেন্স ও হতে পারে। তবে ৯০% সম্ভাবনা যে তারা অল্ট একাউন্ট। সেটা অস্বীকার করার কোনো দরকার আছে বলে মনে করি না। কিন্তু অল্ট একাউন্ট হওয়া তো দোষের কিছু না। এই ফোরামে একের অধিক অল্ট একাউন্ট করা এলাউ। অল্ট একাউন্ট হওয়া সমস্যা নয়, সমস্যা হলো যখন আপনাকে এমন কারো সাথে টাই আপ করা হয়, যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। নিউট্র্যাল ফিডব্যাক নিয়ে আমি কখনোই ক্যায়ার করি না। কিন্তু একটা নিউট্র্যাল ট্যাগ এর কারনে যদি কেউ ক্যাম্পেইন থেকে কিক আউট হয়, তখন ব্যাপারটা কনসার্নিং। আমরা এই ব্যাপারে আলাপ করবো। সবাইকে আমি ইনভাইট করবো একটা গ্রুপে। ফোরামের কিছু মেম্বারকে সেখানে ইনভাইট করবো তাদের ভ্যালুয়েবল অপিনিয়ন দেয়ার জন্য।
আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!
গো মূত্র খোরদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন আপনি?