Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 12/01/2025, 16:22:54 UTC
⭐ Merited by Crypto Library (1)
ফোরামে কি কাহিনী চলতেছে আমার কোনো ধারণা নেই এবং আপনাদের রিপ্লাইগুলো যা বুঝলাম যে, বিখ্যাত অল্ট একাউন্ট বাবারা বাংলা লোকাল বোর্ডের মেম্বারদের পেছনে লেগেছে হয়তো । যারা DT কিংবা সর্বোচ্চ পদে আছেন, তারা দেখেন লোকাল বোর্ডের জন্য কি করা যায়। বাকি অন্যান্যদের জন্য শুভকামনা রঈলো।


আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।

আপনি ভাই এত খবর কোত্থেকে রাখেন। তাইতো বলি আপনার সময় আপনি ঢালেন কোন জায়গায়। যাইহোক ঢালার পরে যে আপনি সেই পরিমাণ ফিডব্যাক হিসেবে প্রফিট গেইন করতে পারতেছেন এটাই হলো সাকসেস।
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin

Quote from: Crypto Library
Quote from: Review Master
এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin

আপনাকে জিজ্ঞেস করার একটা মাত্রই কারণ এটির ইন্টারফেস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এর মতন। আবার তাছাড়া দেখি এখানে ওয়ালেট কানেক্ট ছাড়াও ইমেইল দ্বারা লগইন করার অপশনও রয়েছে।
যেহেতু এটা ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জার যদিও এটা কে আমার উভয়লিঙ্গ এক্সচেঞ্জার মনে হয়েছে  Grin .

এটা মূলত wallet sdk ব্যবহার করে ই-মেইল দিয়ে লগইনের সুবিধা দেওয়া হয়েছে, কেননা অনেকে wallet sdk কোম্পানি এমন সুবিধা দিয়ে থাকে। আর যেহেতু hyperliquid দল তাদের এক্সচেঞ্জটিকে ব্যবহারকারীর জন্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো সুবিধা দিতে চেয়েছে, তাই ওই বিকল্পটিও রেখেছেন। কারণ যারা ট্রেড করতে জানে কিন্তু ডিসেন্ট্রালাইজ বিভিন্ন বিষয়ে জানে নাহ, তারাও জেনো একটি ব্যবহার করে।

Hyperliquid এর সফলতার পর এখন এমন অনেক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ চালু হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট এমন সুবিধার প্রদানও করতেছে। যারা perp dex কিংবা derivative বিষয়ক বিভিন্ন বিশ্লেষণ করে থাকে, তারা এগুলো সম্পর্কে জানে। Wink