কেমন আছেন সবাই?
আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।
কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
একটা জিনিস বুঝতে পারলাম না, যে বাংলাদেশে আসবে সেই নাইম হয়ে যাবে এটা কেমন কথা। কেউ যদি ভালোভাবে পোস্ট করে তাকেই নাঈম বলবে আবার প্রতিবাদ করলেও সেই নাঈম বলেই স্বীকৃতি দিয়ে দেবে। এটা কোন কথা হলো, পাপ করেছে একজন এবং সেই পাপের খেসারত প্রজন্ম বহন করতে হচ্ছে। এখানে কেউ এসে যদি ফুল মেম্বার হয়ে যায় তাহলেও তাকে নাঈম ট্যাগ দিয়ে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। আবার কেউ যদি কোন উৎসব উপলক্ষে অ্যাকাউন্ট করে দেয় এবং ওই সময় যারা যারা বাংলাদেশে বিশেষ করে একাউন্ট করছে তাদেরকে মহাজাগতিক অপরাধ হিসেবে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। এখানে মূলত বাংলাদেশি হিসেবে আমাদের ভুল তাছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশীদের প্রতি এক প্রকারের ঘৃণা প্রবণতা থেকে এরকম হচ্ছে বলে মনে হয়। আবার কোন ম্যানেজার যদি সাপোর্ট দেয় তাহলে তাকেও ইন্ধনদাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটা কোন কথা হলো।
জোর যার মুল্লুক তার এরকম একটা প্রবাদ শুনেছি মুরব্বিদের থেকে। এই ফোরামে কিছুটা ওইরকম চলে। যত নরম হয়ে থাকবেন আপনার উপর তত অত্যাচার হবে সবাই এরকম তা নয় এই ফোরামে অনেক মেরিট সোর্স , অনেক DT 1 , 2 মেম্বার আছে যারা যথেষ্ট ফ্রেন্ডলি আর তারা কখনো কারো ক্ষতি চায় না। রিপোর্ট অনেকেই করে এবং সেটার বাস্তব এবং ভ্যালিড প্রমাণসহ রিপোর্ট করে এক্ষেত্রে লাভসমায় ফ্যমিলি অনেক ভালো কারো বিরুদ্ধে কোন রিপোর্ট করার জন্য পর্যাপ্ত ব্যালিড প্রমাণ দিয়ে তারপরে সেটি করে। সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এদের ফানি ভিডিও আমি রেগুলার দেখি দেশি সি আই ডি নামক তাদের কিছু ভিডিও আসতো সেখানে দেখেছিলাম একজন উকিল জজকে বলে মায় লট আমার আসামিই খুন করছে আপনি তারে ফাঁসি দিয়ে দেন বাবা কোনো প্রমাণ লাগবে না। এখানেও এরকমি ঘটতেছে হা হা