জোর যার মুল্লুক তার এরকম একটা প্রবাদ শুনেছি মুরব্বিদের থেকে। এই ফোরামে কিছুটা ওইরকম চলে। যত নরম হয়ে থাকবেন আপনার উপর তত অত্যাচার হবে সবাই এরকম তা নয় এই ফোরামে অনেক মেরিট সোর্স , অনেক DT 1 , 2 মেম্বার আছে যারা যথেষ্ট ফ্রেন্ডলি আর তারা কখনো কারো ক্ষতি চায় না। রিপোর্ট অনেকেই করে এবং সেটার বাস্তব এবং ভ্যালিড প্রমাণসহ রিপোর্ট করে এক্ষেত্রে লাভসমায় ফ্যমিলি অনেক ভালো কারো বিরুদ্ধে কোন রিপোর্ট করার জন্য পর্যাপ্ত ব্যালিড প্রমাণ দিয়ে তারপরে সেটি করে। সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।
এইটা ঠিকই বলেছেন, দুনিয়াটাই এমন জোর আছে যার সেই উচু গলায় কথা বলতে পারে। আসলে জলিগুড যেভাবে অনেকেরে সন্দেহ করে ট্যাগ দিয়ে দিছে এর কোন প্রমান নাই, তাহলে এখানে বোঝা যায় তিনি ডিটি মেম্বার তাই জোর আছে তিনি ট্যাগ দিতে পারছে।
আমাকেও অলরেডি পিজ্জা কনটেস্ট নিয়ে ট্যাগ দিয়ে দিছে, LB ভাই কোন এক পোস্টে কাউকে উপদেশ দিয়েছেন যে চুপ থাকাই ভালো। তাই আমি আপাতত চুপ হয়ে আছি। আসলে আজকে বাংগালী দেখে ট্যাগ খেয়েছি, যদি বাংলা থ্রেডে পোস্ট না করতাম তাহলে আজকে ট্যাগ দিতো না। ওয়ান্ডার ওয়ার্ক ভাইয়ের জন্য দুঃখ লাগলো তাকে জলিগুডের ট্যাগ এর কারনে ক্যাম্পেইন থেকে বের করে দেওয়া হয়েছে। এটা বুঝলাম এখন আর চুপ করে থেকে লাভ নাই, তাদের দেখে যত ভয় পাবো, তারা আরও মাঠায় উঠে নাচবে৷