সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।
প্রতিবাদ আসলে সব যায়গায় করা মানে সেখানে আপনার সময় নষ্ট করা। সব যায়গায় প্রতিবাদ করার কোনো মানে হয় না। দুইদিন ধরে দেখলাম Excimer নামে একজন একের পর এক থ্রেড ওপেন করছে, যেখানে সে ফোরামের কিছু রেপুটেড মেম্বার nutildah, LoyceV এবং Foxpup কে এটেনশন সিকার বলে একুজেশন করছে। এরকম অনেক থ্রেডে অনেক ফোরাম মেম্বার কে অনেকেই নানান ধরনের কথা বলে, সব কিছুতে রেসপন্স করার কোনো দরকার নেই। আপনি সেসব থ্রেড এ রেসপন্স করবেন, যেটা কোনো সিরিয়াস কিছু।
JollyGood একের পর এক থ্রেড খুলে খুলে ফোরাম মেম্বারদের শুধু শুধু হ্যারেজমেন্ট করছে। আমি আগে তার ট্যাগ গুলো ক্যায়ার করলেও, এখন আর তেমন গুরুত্ব দেই না। সে আস্তে আস্তে একটা ট্রলে পরিনত হচ্ছে। একসময় ফোরামে আর কেউ তার ট্যাগ গোনায় ধরবে না। সুতরাং, তার সব থ্রেড এই যে আপনাদের কে রেসপন্স করতে হবে, তা নয়। আর তাকে ফিড করছে মূলত আমাদের ইন্ডিয়ান রা। যারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এর মানুষ কে তাদের শত্রু মনে করে।