Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 14/01/2025, 05:45:34 UTC
আবার কারো ধান্দা ওদের পো*দ মেরে মেরিট পেয়ে নিজেদের একাউন্টগুলোকে রেংক আপ করা দেন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া। 

 এর থেকে খুইলা ভাই আর কইতে পারমু না, এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা  Kiss

আবার কারো কারো ধান্দা খালি পো*দ মারতেই থাকা। সেটা যে পক্ষের হোক না কেনো। ফোরামে এমন কিছু মেম্বার আছে যারা আসলে একদিন ও কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। যখনই কোনো কন্ট্রোভার্সি শেষ হয়ে যায়, তখনই তাদের হাস ফাস শুরু হয়ে যায়। নতুন করে আরেকটা ড্রামা থ্রেড খোলার আগ অব্দি পাচায় আগুন লেগে থাকে। এখন আবার তাদেরকে ইমপ্রেস করে ডিটিতে ঢুকার জন্য কিছু চেলাপেলা তাদেরকে তেল দেয়া শুরু করে দিছে। সেটা পু*কি চাটা লোক বললেও ভুল হবে না। কয়েকটা গো মূত্র খোর এখন ডিটি মেম্বারদেরকে ইমপ্রেস করার জন্য যাকে তাদে নিউট্র্যাল দেয়ার হুমকি দিচ্ছে। সেদিন দেখলাম নাইজেরিয়ান একজনকে এক রেন্ডিয়ান নিউট্র্যাল দিচ্ছে, এর কারন হলো সে কপার মেম্বার সম্পর্কে জানে না। এখন না জানাও দোষ হয়ে গেছে। লল। এই কয়েকটা গো মূত্রখোর পো*দ মারার ধান্দায় আছে।