Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 13/01/2025, 16:17:18 UTC
আর তাছাড়া আমার এই চার বছরের অভিজ্ঞতায় এতটুকু বুঝলাম ফোরামে ভূত রয়েছে সেই সাথে ভূত তাড়ানোর জন্য যে সরিষা সেই সরিষার মধ্যেও ভুত রয়েছে।
সরিষার মধ্যে থাকা ভূত সব সময় বেঁচে যায়(যেমন মনে হয় তারা দরবেশ বাবা) আর এমনি ভুত গোলা সব সময়  ফেঁসে মারা খায়। আমার এই কথাটি কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বুইঝা নিবেন।
কিন্তু দুঃখের ব্যাপার হইলো বেশিরভাগ মেম্বার বুইঝা হলেও না বুইঝা হইলেও সেই দরবেশ বাবাদের আই মিন সরিষার মধ্যে থাকা গুলোর অনুকূলে কথা বলে।  Cry
আপনার এসব উটভত কথা আগেও বুঝতাম না এখনো বুঝিনাই, বাংলায় কন! -_-

উদ্ভট মানুষের উদ্ভট কথা, বোঝেন নাই ব্যাপারটা  Grin

ভূত মিনস- অল্ট  অ্যাবিউসার এখানে মেরিট বলেন একাউন্ট ফার্ম বলেন সকল কিছুই ইনক্লুডেড।

কারো  ধান্দা কনটেস্ট থেকে মেরিট পাওয়া এবং  রেংক আপ করা এবং তারপর নিজেদের অ্যাকাউন্ট গুলোকে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন  করানো ।

আবার কারো ধান্দা ওদের পো*দ মেরে মেরিট পেয়ে নিজেদের একাউন্টগুলোকে রেংক আপ করা দেন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া। 

 এর থেকে খুইলা ভাই আর কইতে পারমু না, এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা  Kiss