Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 14/01/2025, 18:44:32 UTC
→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।

যারা Plume Network এর টেস্টনেট করেছেন, তারা S1 Airdrop এর জন্য রেজিস্ট্রেশন করতে ভুলবেন নাহ। অবশ্যই ১৮ই জানুয়ারির বাংলাদেশ সময় রাত ১১টার আগেই সেটি করবেন, নইলে টেস্টনেট করার পরও এয়ারড্রপ পাবেন নাহ।



বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1879223676509544785


Soneium mainnet আজকে চালু হয়েছে এবং সাধারণ কোনো প্রজেক্টের মেইননেট যখনই চালু হয়, সেগুলো যারা শুরু দিকে ব্যবহার করে তাদের জন্য প্রজেক্ট কখনো কখনো বিভিন্ন রিওয়ার্ড দিয়ে থাকে। কিংবা কোনো NFT প্রজেক্ট তাদের জন্য ফ্রিতে এয়ারড্রপ অথবা whitelist দিয়ে থাকে। তাই এটি ব্যবহার করতে পারেন, কারণ এখনো মাত্র ২৪ হাজার ওয়ালেট সংখ্যা। মানে এখনো এই চেইনটিতে ব্যবহারকারীর সংখ্যা তেমন বৃদ্ধি পায়নি।



Gas.zip এটি ব্যবহার করে সর্বনিম্ন $২ সমপরিমাণ ETH ব্রিজ করুন কিংবা চাইলে সর্বোচ্চ $৫০ ব্রিজ করতে পারবেন এবং এটিতে অন্যান্য ব্রিজের মতো তেমন কোনো অতিরিক্ত ফি নেই।
kyo.finance এটি ব্যবহার করে আপনার ETH কে অন্যান্য টোকেনে কিংবা কয়েনে সোয়াপ করুন। বেশি অর্থ ব্রিজ করে থাকলে LP farming ও করতে পারেন।

Degen দের জন্য একটি বিষয়, এখন কিন্তু soneium চেইনে memecoin এর হাইপ দেখা যাবে। কারণ যখনই কোনো নতুন মেইননেট চালু হয়, তখনই সেই চেইনে মিমকয়েনের হাইপ হয়ে থাকে। তো আপনার বিশ্লেষণ করে মিমকয়েনের হাইপ থেকে বিনিয়োগের মাধ্যমে লাভ অথবা ক্ষতি দুইটাই করতে পারেন।  Grin