আজকেই কিন্তু শেষ দিন!
এখনো যারা সেরা অল্টকয়েন কনটেস্টে জয়েন করেন নাই তারা চাইলে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন, কি কি রিকয়ামেন্ট, উদাহরণ সহ সব আমি আগেই উল্লেখ করে দিয়েছিলাম। সবার সুবির্ধাতে অবারো পুরানো পোস্টটি কোট করে দিলাম। পড়ে নিয়েন।
এখানে গিয়ে রেজিস্টেশন করে আসুন:
[Registration] Best Altcoins Portfolio 2025কনটেস্ট টি কিন্তু ১ বছর মেয়াদী। ধরুন আপনার কাছে ১০০০$ আছে। এখন আপনি যেই ৪ টা অল্ট চুজ করবেন তার মধ্যে কোনটা কত শতাংশ (১০০ তে) হোল্ড করবেন তা নির্ধারণ করে দিবেন। বছর শেষে মানে, ১ জানুয়ারি ২০২৫ এ আপনার পোর্টফলিওর কত ভ্যালু ছিলো এবং ৩১ ডিসেম্বর ২০২৫ এ তা কত তে গিয়ে দাঁড়িয়েছে তা হিসাব করা হবে এবং এদের মধ্যে যাদের অল্টকয়েন সবথেকে ভালো পারফর্ম করবে তাদের বিজয়ী ঘোষনা করা হবে।
এই কনটেস্ট এর একটা বিষয় আমার নিকট অড লাগতেছে, সেটা হল এই কন্টেস্টটা এক বছর মেয়াদী কিন্তু এটার সাবমিশন ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে।
ধরুন আপনি যেগুলো করেন হোল্ড করেছেন সেগুলোর দাম বেড়ে গেল এবং আপনার টার্গেট টাচ করে ফেলল বছর শেষ হওয়ার পূর্বেই আপনি কি সেটা সেল করে দিয়ে আরেকটা কয়েন কে চুজ করবেন না?
নাকি আপনি বছর শেষে যেকোন অল্ট কয়েন বসিয়ে দিবেন কারণ সেটাও সুযোগ নেই আপনি অলরেডি রেজিস্টার করার সময় আপনার চারটি কয়েন কে উল্লেখ করে দিচ্ছেন। !!
আসলে কনটেস্টটির প্রাইজপুল আরো বেশি হওয়া উচিত ছিল।
ওহো লস খাইলে তো আর কোন উপায়ই থাকবে না এমনিও মারা অমনিও মারা। এইটা ঠিক বলেছেন এলটকয়েনে বিনিয়োগ করার মানেই অনিশ্চিত সম্ভাবনাময় লটারি টিকিট কেনা। কেউ এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য এলটকয়েনে বিনিয়োগ করতে যাবেন না এক্ষেত্রে আপনার পোর্টফোলিও দেখানোর জন্য গিয়ে আপনার পোর্টফোলিও যেন ঋণে লালবাতি যেন না জ্বলে। আমি আপাতত এলটকয়েনে বিনিয়োগ করতে যাব না। Pnut আমারে দিছে ঢুকাইয়া আইককা বাঁশ। এই বছরে ২০২৫ এ আপাতত আমার পোর্টফোলিওতে লালবাতি জ্বলে থাকবে মনে হচ্ছে। আমি যে দামে বিনিয়োগ করেছি খুব সম্ভবত আর সেই দামে পৌঁছাতে পারবে না অথবা পৌঁছাতে পারলেও আমার ধৈর্য্যে কুলাবে না। আমি 0.61 করে 1200 এক্সআরপি কিনে Exodus ওয়ালেটে হোল্ডিং করে রেখেছিলাম কিন্তু বৌয়ের গহনা বানানোর জন্য বিক্রি করে দিয়েছিলাম যদি ভুলেও রেখে দিতাম তাহলে আজ ছয় গুণ বেশি প্রফিট পেতাম। আসলে যেটা ভাগ্যে নেই সেটা কখনোই আমার ভাগ্য আল্লাহপাক লিখে রাখেননি।