-snip-
আসলেই আপনি আমার কথাটি বুঝেন নাই। সেই সাথে সাথে আমিও মনে হয় বোঝাতে পারিনি।
আমি মূলত যেটি বলছি সেটা হল ধরুন আপনি কিছু কয়েন হোল্ড করলেন আর সেগুলোর দাম বছরের মাঝখানে বেড়ে গেল, এবং পরবর্তীতে বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করল, এটা বলার কারণ হচ্ছে প্রতি বছরেই কিন্তু আমরা বুল সিজন পাইনা যে বছরের লাস্টের দিকে গিয়ে পাম্প করবে।
এমনও অনেক রেকর্ড রয়েছে যে হোল মার্কেট বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করে। ধরেন আপনি যেগুলো হোল্ড করতেছেন এনালাইসিস করে বুঝতে পারলেন বছরের শেষের দিকে ডাম্প করার পসিবিলিটি আছে, তাহলে কি আপনি সেখানে এই কনটেস্ট জেতার জন্য লস দিয়ে হলেও হোল্ডিং করবেন?
থাউক গা, মাথা নষ্ট না করি, আমি আসলেই আপনার কথা বুঝি নাই / বুঝতেছিনা। -_-
আমি যেগুলো অল্ট চুজ করছি সেগুলোতে আমার কিছু রিয়েল লাইফ হোল্ডিং আছে, আমার কাছে প্রজেক্টগুলো ভালো মনে হইছে। পাম্প ডাম্প বছর শুরুতে করুক, মাঝে করুক বা শেষে করুক, আমার কাছে যায় আসে না। ওভারঅল ভালো পারফরমেন্স দিলেই আমার জন্য এনাফ।
আর মিয়া আপনি তো রেজিস্টেশন ই করেন নাই, তাহলে হুদাই এতো মাথা খাইতেছেন কেন! মুড়ি খান লল

Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।
বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)