Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 20/01/2025, 03:38:57 UTC

Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।

বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)
Enjin Coin

আমি তখন ১০০ ডলারের বিটকয়েন নিলেও ভালো ছিল। তবে এইটাও ঠিক আমি ওই প্ল্যানের পিছনে আর সময় দেই নাই।
ভাই ENJ বর্তমানে অনেক কমেছে। আমিও কিনেছিলাম কিন্তু আমার কাছে সুবিধা মনে হয় নাই তাই কিছুটা প্রফিটে সেল করে দিয়েছিলাম। আমাদের লোকালের আরও কয়েকজনে হয়তো ENJ তে বিনিয়োগ করেছিলো। LM ভাই যখন বিনিয়োগ করেছিলেন, সম্ভবত এইটা থেকে ২ গুনের বেশি প্রফিট ছিলো। আমি কয়েকবার এখানে মেনশন করেছিলাম, যে এই কয়েক ২ গুন প্রফিট হয়েছে, সেল করেছেন কীনা? আমার ঠিক মনে নাই হয়তো আপনার পরিকল্পনা ছিলো ২ গুন হলে এই কয়েন সেল করা, কিন্তু আপনি এই কয়েন ২ গুনে সেল করেন নাই। যাইহোক, ভাই আপনি কি এখনো এই কয়েন হোল্ড করতেছেন?