Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।
বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)
Enjin Coin
আমি তখন ১০০ ডলারের বিটকয়েন নিলেও ভালো ছিল। তবে এইটাও ঠিক আমি ওই প্ল্যানের পিছনে আর সময় দেই নাই।
একটা গ্রাম্য প্রবাদ ছিল যদি তোমার অনেক টাকা থাকে এবং সহজ উপায়ে যদি গরীব হতে চাও তাহলে নিকা করো। তাও যদি না হয় তাহলে নৌকা বাইচের নৌকা বানাও। তাহলে দেখবেন অতি সত্বর অল্প কিছুদিনের মধ্যে ফকির হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে।
সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি ফকির হতে চান তাহলে আপনার সমস্ত টাকা-পয়সা বিক্রি করে দিয়ে ক্রিপ্টো কারেন্সি কিনে রাখুন। দেখবেন অতি অল্প সময়ের মধ্য আপনি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় নামতে হবে।