কথাটা অন্য সকলের ক্ষেত্রে কতটুকু সত্য জানিনা কিন্তু আমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেছে। অতীতে সিগনেচার ক্যাম্পেইন করে যাহা কিছু আয় করিয়াছি তাহা অতিসত্বর কিছু meme কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলেছিলাম আর আমার সেই কয়েনগুলো শুধুমাত্র নামে রয়েছে কিন্তু দামে পৃথিবীর ছিদ্র করে নিচের দিকে যাচ্ছে।
স্টক বলেন, ক্রিপ্টো বলেন আর যে কোন বিনিয়োগের ক্ষেত্র বলেন, আপনাকে অবশ্যই পোর্টফলিওতে ডাইভার্সিটি আনতে হবে। ক্রিপ্টোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পোর্টফলিওর বেশিরভাগ বিটকয়েনে রাখতে হবে। অল্টকয়েন রিস্কি বিনিয়োগ, পক্ষান্তরে বিটকয়েনে বিনিয়োগ খুবই কম ঝুঁকিপূর্ণ।