আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।
অন্তত এখানে লং টাইম এর জন্য যদি হোল্ড করা হয় তাহলে লসের সম্মুখীন হওয়া সম্ভাবনা খুবই কম। যেমন বিটকয়েন যখন এর আগের বুল সিজনে ৬৩কে ছিল তখন আমি ইনভেস্টমেন্ট করেছিলাম সেই এমাউন্ট এখন পর্যন্ত হোল্ড করে লসের থেকে প্রফিটে এসে পড়েছি। আর যত সব অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম সবগুলো তেই লসে রয়েছি শুধুমাত্র bnb ছাড়া।
আমি এক্সপার্ট না, তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ১০০ জনের মধ্যে ৯৯ জন ই বলবে পোর্টফলিও তে ডাইভারসিটি রাখার জন্যে। যদি ডিসিএ করতেন, লং টার্ম হোল্ডার হতেন বা, এনাফ ক্যাপিটাল ফান্ড থাকতো, তাহলে বলতাম অল্ট মারা খাক বিটিসিই শুধু হোল্ড করবো। বাট আমার মনে হয়না এখানে ঐরকম লেভেলের টাকা পয়সা ওয়ালা কেউ আছে। আমাদের মতো গরিবদেন ভরসা অল্টকয়েন আপাতত। কম দামে কিনে সিজনে ৩ গুন ৪ গুন ৫ গুন লাভে সেল করা,। যদিও বেশিরভাগই কমবেশি মারা খাইতেছি, বাট যারা ভয় না পেয়ে লাস্ট পর্যন্ত হোল্ড করবে তারাই কোপ দিবে, টাইমিং টাই মেইন (আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ)।
তবে ব্রেন ছাড়া ২ টার একটাও পসিবল না।
এতক্ষণে বুঝলেন আমি রেজিস্ট্রেশন করি নাই, আমার প্রথম পোস্টইতো এই কারণে যে আমি দুঃখজনকভাবে আপনার পোস্টটি দেরিতে সিন করে ফেলেছিলাম এবং আজকেও খাইছি ভাই ২০ টাকার ঝাল মুড়ি প্রচুর ঝাল দিয়া।
আপনি দেখি মিয়া ভারি রসিক মানুষ বটে (ভালো হয়ে যান)।