স্টক বলেন, ক্রিপ্টো বলেন আর যে কোন বিনিয়োগের ক্ষেত্র বলেন, আপনাকে অবশ্যই পোর্টফলিওতে ডাইভার্সিটি আনতে হবে। ক্রিপ্টোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পোর্টফলিওর বেশিরভাগ বিটকয়েনে রাখতে হবে। অল্টকয়েন রিস্কি বিনিয়োগ, পক্ষান্তরে বিটকয়েনে বিনিয়োগ খুবই কম ঝুঁকিপূর্ণ।
আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।
অন্তত এখানে লং টাইম এর জন্য যদি হোল্ড করা হয় তাহলে লসের সম্মুখীন হওয়া সম্ভাবনা খুবই কম। যেমন বিটকয়েন যখন এর আগের বুল সিজনে ৬৩কে ছিল তখন আমি ইনভেস্টমেন্ট করেছিলাম সেই এমাউন্ট এখন পর্যন্ত হোল্ড করে লসের থেকে প্রফিটে এসে পড়েছি। আর যত সব অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম সবগুলো তেই লসে রয়েছি শুধুমাত্র bnb ছাড়া।
সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি ফকির হতে চান তাহলে আপনার সমস্ত টাকা-পয়সা দিয়ে ক্রিপ্টো কারেন্সি কিনে রাখুন। দেখবেন অতি অল্প সময়ের মধ্য আপনার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় নামতে হবে।
কথাটা অন্য সকলের ক্ষেত্রে কতটুকু সত্য জানিনা কিন্তু আমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেছে। অতীতে সিগনেচার ক্যাম্পেইন করে যাহা কিছু আয় করিয়াছি তাহা অতিসত্বর কিছু meme কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলেছিলাম আর আমার সেই কয়েনগুলো শুধুমাত্র নামে রয়েছে কিন্তু দামে পৃথিবীর ছিদ্র করে নিচের দিকে যাচ্ছে।
ভাই ভেজালটা হইছে গিয়া আমাদের নিজেদের, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর বিষয়ে আমার কথা হল, আমরা বুঝিনা বালের মাথা খালি করি হাতা পাতা। আর এই হাতা পাতা করতে গিয়ে আমরা আমাদের লসের এমাউন্ট কে শুধু বড় করি।
আমার ক্ষেত্রেও এমন অনেকবার হয়েছে যে সঠিকভাবে এনালাইসিস না করে অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করে লস খেয়ে বসে আছি। আমি মনে করি অল্ট কয়েন বা ফিউচার ট্রেড এ তখনই যাওয়া উচিত যখন একজন ট্রেডার পুরোপুরিভাবে টেকনিক্যাল এনালাইসিস, মার্কেট সাইকোলজি, ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জানে। কিন্তু রিয়েলিটি দেখেন আমি এটা মনে করেও অনেক সময় ট্রেড নিয়ে থাকি এদিক দিয়ে আমার কোনটাই ফুলফিল নাই।
তবে আমি চেষ্টা করি আমার ইনভেসমেন্ট অ্যামাউন্ট খুবই কম রাখার। যেমন আপনি বললেন আপনার সিগনেচার ক্যাম্পেইনের সবকিছুই মিম এ ইনভেস্টমেন্ট করে লস খেয়েছেন, আমি যেটা মনে করি ইনভেস্টমেন্ট করলে সেই অ্যামাউন্টের ইনভেসমেন্ট করা উচিত যেটা লস খেলেও, আফসোস করলেও যেন আফসোসটা কমের মধ্য দিয়ে যায়।
থাউক গা, মাথা নষ্ট না করি, আমি আসলেই আপনার কথা বুঝি নাই / বুঝতেছিনা। -_-
আমি যেগুলো অল্ট চুজ করছি সেগুলোতে আমার কিছু রিয়েল লাইফ হোল্ডিং আছে, আমার কাছে প্রজেক্টগুলো ভালো মনে হইছে। পাম্প ডাম্প বছর শুরুতে করুক, মাঝে করুক বা শেষে করুক, আমার কাছে যায় আসে না। ওভারঅল ভালো পারফরমেন্স দিলেই আমার জন্য এনাফ।
আর মিয়া আপনি তো রেজিস্টেশন ই করেন নাই, তাহলে হুদাই এতো মাথা খাইতেছেন কেন! মুড়ি খান লল

এতক্ষণে বুঝলেন আমি রেজিস্ট্রেশন করি নাই, আমার প্রথম পোস্টইতো এই কারণে যে আমি দুঃখজনকভাবে আপনার পোস্টটি দেরিতে সিন করে ফেলেছিলাম এবং আজকেও খাইছি ভাই ২০ টাকার ঝাল মুড়ি প্রচুর ঝাল দিয়া।