আমি মূলত আমার পুরো ফান্ড কে তিন ভাগে ভাগ করার চেষ্টা করি ধরেন এক ভাগ বিটকয়েন যেটার পরিমাণ সব সময় অন্যগুলোর থেকে বেশি থাকে, আরেক ভাগ স্টেবল কয়েন, এবং আরেকভাগ অল্ট কয়েন, এবং বাকি যেটুকু অংশ থাকে সেটুকু সংসারের কাজে ব্যয় করার জন্য ফিয়াট কারেন্সি।
তাছাড়া যখন প্রয়োজন হয় স্টেবল কয়েন থেকে নেই।
এখন এগুলো বলার কারণ একটাই আমি সবসময় চেষ্টা করি টপ লেভেলের অল্ট কয়েন এবং বিটকয়েন ইনভেস্টমেন্ট করার আর এখান থেকে একটা রিয়েলিস্টিক এমাউন্টের প্রফিট আশা করি।
এমন না যে এটা আমাকে অল্প সময়ে ধনী বানিয়ে দিবে।
তারপরও আপনি যদি দেখেন বিআর সিজনের যদি বিটকয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে এখানে যেমন তিনগুণ, চার গুণ, পাঁচ গুণ এর কথা বলেছেন অল্ট কয়েন থেকে প্রফিট করার, বিটকয়েন থেকেই এটা করা পসিবল গত বেয়ার সিজনের সর্বনিম্ন প্রাইজ এর চাইতে বিটকয়েন এখন ৭ গুণ বেশি দামে রয়েছে মানে অলটাইম হাই প্রাইস।
আমি এখনো আমার হোল্ডিং করা ফান্ড বেচে দেইনি, যেহেতু আমি একদমই নতুন এসেছিলাম এবং ইনভেস্টমেন্ট করতে করতে লেট হয়ে যাওয়ার ফলে আপাতত এই সিজনে বিটকয়েন থেকে দ্বিগুণ প্রফিট আশা করতেছি বা এর কাছাকাছি এবং যদি বিটকয়েন ১২০ কে এর কাছাকাছি যায় তাহলে টার্গেট সেট হবে।
ইউএসডিটি বা স্টেবলে জীবনেও রাখি না, রাখলেও অনেক কম পরিমাণ। বেশিরভাগই অল্ট আর বিটিসি তে পইড়া আছে। সময় সাপেক্ষে দরকারে অদরকারে স্টেবলে এনে খরচ করি, তাওও সহজে না।
আপনার ওভারঅল পোর্টফলিওর কন্ডিশন কেমন? পজেটিভে আছেন নাকি নেগেটিভে। মার্কেটের যে কন্ডিশন + ট্রামপের ঘোষনা, সব মিলায়ে, মনে হইতেছে না যে কেউ মারা খাইতেছে। যদিও এক্সপেক্ট করছিলাম বিটকয়েন নিয়ে কিছু একটা বলবে। দেখা যাক আগামীতে কি করে। অলেরেডি 'রস' রে নাকি পারডন দিয়ে দিসে যা বিটকয়েন কমিউনিটির জন্য পজিটিভ নিউজ আমার মতে। যদি Bitcoin Strategic Reserve (SBR) এর প্রস্তাবটি ইমপ্লিমেন্ট হয় তাহলে সামনে ম্যাসিভ মার্কেট পাম্প এক্সপেক্ট করা যায়। কারন তখন হিউজ সাপ্লাই এন্ড ডিমান্ড বাড়বে। অনেক জায়গায় দেখলাম কেউ কেউ বলতেছে SBR ইমপ্লিমেন্ট হলে বিটিসি প্রাইজ 500k পর্যন্ত যেতে পারে।
লং টার্ম প্রফিট তাহলে বিটিসি। বাট আমাদের না আছে ধন না আছে ধৈর্য, লল

। সিজোনাল প্রফিট তাহলে অল্ট। আমাদের একমাত্র ভরসা।