আমি এক্সপার্ট না, তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ১০০ জনের মধ্যে ৯৯ জন ই বলবে পোর্টফলিও তে ডাইভারসিটি রাখার জন্যে। যদি ডিসিএ করতেন, লং টার্ম হোল্ডার হতেন বা, এনাফ ক্যাপিটাল ফান্ড থাকতো, তাহলে বলতাম অল্ট মারা খাক বিটিসিই শুধু হোল্ড করবো। বাট আমার মনে হয়না এখানে ঐরকম লেভেলের টাকা পয়সা ওয়ালা কেউ আছে। আমাদের মতো গরিবদেন ভরসা অল্টকয়েন আপাতত। কম দামে কিনে সিজনে ৩ গুন ৪ গুন ৫ গুন লাভে সেল করা,। যদিও বেশিরভাগই কমবেশি মারা খাইতেছি, বাট যারা ভয় না পেয়ে লাস্ট পর্যন্ত হোল্ড করবে তারাই কোপ দিবে, টাইমিং টাই মেইন (আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ)।
তবে ব্রেন ছাড়া ২ টার একটাও পসিবল না।
আমি মূলত আমার পুরো ফান্ড কে তিন ভাগে ভাগ করার চেষ্টা করি ধরেন এক ভাগ বিটকয়েন যেটার পরিমাণ সব সময় অন্যগুলোর থেকে বেশি থাকে, আরেক ভাগ স্টেবল কয়েন, এবং আরেকভাগ অল্ট কয়েন, এবং বাকি যেটুকু অংশ থাকে সেটুকু সংসারের কাজে ব্যয় করার জন্য ফিয়াট কারেন্সি।
তাছাড়া যখন প্রয়োজন হয় স্টেবল কয়েন থেকে নেই।
এখন এগুলো বলার কারণ একটাই আমি সবসময় চেষ্টা করি টপ লেভেলের অল্ট কয়েন এবং বিটকয়েন ইনভেস্টমেন্ট করার আর এখান থেকে একটা রিয়েলিস্টিক এমাউন্টের প্রফিট আশা করি।
এমন না যে এটা আমাকে অল্প সময়ে ধনী বানিয়ে দিবে।
তারপরও আপনি যদি দেখেন বিআর সিজনের যদি বিটকয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে এখানে যেমন তিনগুণ, চার গুণ, পাঁচ গুণ এর কথা বলেছেন অল্ট কয়েন থেকে প্রফিট করার, বিটকয়েন থেকেই এটা করা পসিবল গত বেয়ার সিজনের সর্বনিম্ন প্রাইজ এর চাইতে বিটকয়েন এখন ৭ গুণ বেশি দামে রয়েছে মানে অলটাইম হাই প্রাইস।
আমি এখনো আমার হোল্ডিং করা ফান্ড বেচে দেইনি, যেহেতু আমি একদমই নতুন এসেছিলাম এবং ইনভেস্টমেন্ট করতে করতে লেট হয়ে যাওয়ার ফলে আপাতত এই সিজনে বিটকয়েন থেকে দ্বিগুণ প্রফিট আশা করতেছি বা এর কাছাকাছি এবং যদি বিটকয়েন ১২০ কে এর কাছাকাছি যায় তাহলে টার্গেট সেট হবে।
শুধুমাত্র ট্রেডিং এনালাইসিসের জ্ঞান থাকলেই যে, আপনি ভালো কিছু করতে পারবেন এমনও নাহ ভাই। অনেক সময় TA জানার পরও ক্ষতি হয়, কারণ মার্কেটে কোনো FUD কিংবা অন্য খবরের কারণে আপনার TA তখন কাজে লাগবে নাহ। তাই আমার মতে, সকলে উচিত বিভিন্ন ট্রেন্ড নিয়ে জানা এবং হালকা পাতলা TA জানার, তাহলেই অল্টকয়েন থেকে লাভ করা সম্ভব এবং বিটকয়েনের পাশাপাশি অন্যগূলোতেও বিনিয়োগ করতে পারবেন।
নো ডাউড ভাই, টেকনিক্যাল এনালাইসিস এবং মার্কেট সাইকোলজি বুঝা মানে ফূড যেন আপনাকে ইফেক্ট না করতে পারে এই ক্ষমতা রাখা দুটো একে অপরের সাথে কানেক্টেড দুটোর একটি যদি ট্রেডিং করার ক্ষেত্রে গিয়ে মিসিং করা যায় তাহলে কখনোই ট্রেডিং করে সাকসেস পাওয়া পসিবল না। আর টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট সাইকোলজি বুঝা যায় এবং সে অনুযায়ী ট্রেড করা যায়।
আমাদের সবাই এমনকি আমিও একটি সাধারণ ভুল করে থাকি আর সেটি হলো যে, যেটিতেই বিনিয়োগ করি নাহ কেন, যতক্ষণ আমাদের টার্গেট পূরণ না হবে ততক্ষণ বিক্রি করি নাহ। আর এই কারণেই আমারদের ক্ষতির পরিমাণ বেশি হয়, কেননা অনেক অল্টকয়েন দেখা যায় ৬০% কিংবা ৮০% টার্গেটে পৌছানোর পরই ডাম্প শুরু করে। এইজন্য কমিউনিটিতে একটি কথা ভালোই পরিমাণে বলা হয়ে থাকে যে,
Don't get married to your trade/coin/investment Grin
আপনি তো ভাই আমারে চিন্তায় ফালায় দিলেন আমি বিটকয়েনের টার্গেট রেখেছিলাম ১২০কে সেল দিব এবং অল্ট কয়েন গুলো যেসব হোল্ড করে রেখেছি সেগুলো ইথারিয়াম যখন ৫কে ক্রস করবে তখন সেল দেওয়ার চেষ্টা করব।
কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আমি তো ইনভেস্টমেন্ট মিনিটের সাথে মনে হয় বিয়ে বসে পড়েছি যে কমিটমেন্ট ধরে রাখতে হবে। তবে ভাই আমার বিটকয়েন নিয়ে চিন্তা নাই এটি যদি দাম কমেও যায় ভবিষ্যতে আবার বেড়ে উঠবে কিন্তু অল্ট কয়েন গুলো নিয়ে টেনশন আছে যে এরা করতে পারবে কিনা লং টার্ম এর ক্ষেত্রে।
আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফোরামে বাংলাদেশ কমিউনিটি মেম্বার এবং তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের সবাইকে কি পরিমানে ট্রলের শিকার হতে হচ্ছে, সেটা সম্পর্কে সবাই অবগত আছেন বলে আমি ধরে নিলাম। কেউ যদি না যেনে থাকেন, জলিগুড এর প্রোফাইল এবং তার চেলা পেলাদের প্রোফাইল ঘুরে দেখতে পারেন। আমরা কমিউনিটি হিসাবে সব সময় নিরব ভুমিকা পালন করেছি। কিন্তু বর্তমানে হ্যারেজমেন্ট এর লেভেল সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আমি ব্যাক্তিগত ভাবে আপনাদের সাথে এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করতে চাই। যদি কেউ এই ব্যাপারে আলাপ করতে আগ্রহী হন, অনুগ্রহ করে আমার টেলিগ্রাম @learnbitcoin01 এ প্রাইভেট মেসেজ করুন। আমি সময় করে আপনাদের সাথে আলাপ করবো। মনে রাখবেন, এখনি সময় এক হওয়ার।
@LDL, আপনাকে গতকাল টেলিগ্রামে নক করেছিলাম।

$TRUMP আর $MELANIA কিনেছিলেন নাকি কেউ?


ভাই আপনি বাইচা আছেন?!! আপনার একাউন্টে তো এতদিন ইনঅ্যাক্টিভ বাত্তি জ্বইলা থাকতে দেখলাম।
যাইহোক আপনার প্রশ্নের উত্তরে আমার জবাব আমি ট্রাম্পের বউকে কিনি নাই কিনার আগ্রহও জাগে নাই।

তবে শপথ গ্রহণের আগের দিন ট্রাম্পকে কিনেছিলাম এবং শপথ গ্রহণের দিন সেল করে দিয়ে 12 ডলার প্রফিট করেছি
