মজার ব্যাপার কি জানেন? একজন ও প্রাইভেট মেসেজে নক করে নাই। এর মানে দাড়াচ্ছে, যা কিছুই হচ্ছে, এটা নিয়ে কয়েকজন ব্যাতিত বাকি সবাই খুশি আছে। একটা কথা সকলের মনে রাখা উচিৎ, যে কাজটা আপনি একা করতে পারবেন না, সেটা দশ জনে করলে সহজ হয়ে যায়। যখন আপনি দশ জনের সাথে থাকবেন না, তখন আপনার নিজের বিপদের দিন কিন্তু সেই দশজনকে পাশে পাবেন না। অনেকটা গ্রাম বাংলার সমাজ ব্যাবস্থার মতো।
কে ইন্টারেষ্ট দেখালো, কে দেখালো না, সেটা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। তবে একটা কথা মনে রাখবেন, আমি আগে যা কিছু করেছি, এবং এখনো যা কিছু করছি, সব কিছু কমিউনিটির ভালোর জন্যই চেষ্টা করছি। কমিউনিটির খারাপ হোক, সেটা আমি কখনোই চাই না।