যাইহোক, ভাই বর্তমানে এমনটাইচলে যে নিজেরাই চোর অথচ তারাই উল্টো চোর ধরতে বেরিয়ে পড়ে। যাইহোক ভাই খুবই ভালো লাগলো যে হা***পুতেরা তাদের অপকর্মের শাস্তি পেয়েছে। আমি নিয়মিত রেপুটেশন বোর্ডে গিয়ে পোস্ট গুলো পড়ি আর মজা পাই।
আমাদের আপাতত কোনো কাজ নাই, যেমনটা বললাম, বাজার থেকে পপকর্ন কিনে নিয়ে এসে রেপুটেশন ড্রামা দেখবেন আর এনজয় করবেন। কালকে রাতে সম্ভবত আরেকটা ট্যাগ খেয়েছে। এছাড়াও সকল মেম্বারদের সাথে দেখলাম গলা নরম করে রিকুয়েষ্ট করতেছে। অন্যদের হ্যারেজ করে করে যে মজা এতোদিন এরা পেয়েছিলো, আশা করি এরা এখন সেই ফিলিংসটা পাচ্ছে। পাখি বেটা তো ফোরাম থেকে ১ সপ্তাহের সময় চাইলো। এক্সপোজ হয়ে যাওয়ার পর কি বলবে সেটা ভেবে পাচ্ছে না হয়তো। সেজন্য ১ সপ্তাহ সময় চেয়েছে ফোরাম মেম্বারদের কাছ থেকে। দেখা যাক ১ সপ্তাহ পর কি এক্সকিউজ নিয়ে আসে। সম্ভবত বলবে আমি তার সাথে নিয়মিত ট্রেড করতাম, কতোগুলো ফেইক স্ক্রিনশট ও নিয়ে আসতে পারে। আবার এও বলতে পারে সে আমার ফ্রেন্ড বা রিলেটিভ। আমি কিউরিয়াস।
মিয়া গ্রামে পপক্রন পাওয়া যায় না, শহরে যাওয়া লাগে, কিছু পাঠায় দিও, লল। এক সপ্তাহে ভাই কি ই বা নিয়ে আসবে। এখানে সবকিছু পানির মতো পরিস্কার। অনেক বেশি কানেক্টেড ডট, অনেক সিমিল্যারিটি। ঝগড়ার স্বার্থে ধরলাম, কইনসিডেন্স ছিলো, তাই বলে দুইজনের সাথেই? তাও আবার দুই জনই স্ক্যামার, তাও আবার দুইজনই সেইম রিজন এ বিলং করে। অবশ্যই লেইম কোনো একটা এক্সকিউজ নিয়ে আসবে। একটা জিনিস বিশ্বাস করেন বা না করেন, ক্রয়েটিভিটির দিক দিয়ে এরা কিন্তু টপ নচ। কিভাবে তিল রে তাল বানিয়ে, সেখান থেকে তালের পিঠা তৈরি করবে, সেটা ধরতেই পারবেন না।
যাইহোক, হঠাৎ করে আজ এই ভিডিও চোঁখে পড়লো। দেখে খানিকটা খারাপই লাগছে, যদিও কবর খোরা বা স্থানতরের বিষয়টা অনেক কাল ধরেই দেখে আসছি। তো এই পোস্ট করার মূল উদ্দেশ্য হলো, কবর খোরা কি আসলে যাযেজ? মানে এখানে হালাল হারাম পাপ হওয়ার কোনো কাহিনি নাই? ইসলাম ধর্ম এই বিষয়ে কি বলে, কারোর জানা আছে?
https://www.facebook.com/dbcnews.tv/videos/1318160502205420/?mibextid=rS40aB7S9Ucbxw6v