Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 25/01/2025, 10:14:00 UTC
⭐ Merited by Crypto Library (1)
যদিও ড্রামায় এটেন্ড করি নাই কিন্তু সামনের চেয়ার থেকে সব সময় ড্রামা নজরে রাখতেছি আর এই নজরে রাখতে গিয়ে আমার দিন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় এটাই বুঝি না।
মূলত এদের ড্রামা দিতে গিয়ে আমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে তাই এখন মোবাইল বাথরুমে নিয়ে যাই এবং এদের ড্রামা এবং গ্রুপের এগেনস্টে তাদের রিপ্লাই বাথরুমে বসে বসেই বাথরুম করি আর দেখি।

আমিও এসব পছন্দ করি না। কিন্তু ইট মারলে যে পাটকেল খেতে হয়, সেটা নিশ্চই সবাই জানেন। এই দাদাড়া অনেকদিন ধরেই যাকে তাকে হ্যারেজমেন্ট করছিলো। সেটা আরো বড় আকার ধারন করে লিটল মাউস ভাইয়ের ইন্টারনেট এর বাইরে থাকার ব্যাপারে যে থ্রেড, সেটা থেকে। সেখানে এই দুই দাদা এক প্রকার ট্রল করে করে সেটাকে অফ টপিক বানিয়ে ফেলছিলো। পাখির সাথে বিভিন্ন থ্রেড এ আমার ডিসএগ্রিমেন্ট হচ্ছিলো। বাধ্য হয়ে ওরে আমি ইগনোর করেছিলাম।

কিন্তু সেদিন একটু তথ্য পাওয়ার পর সেটা নিয়ে আরেকটু ঘাটতেই থলের বিড়ার বেড়িয়ে আসছে। এরা যে মানুষকে এভাবে হ্যারেজ করে আসছিলো, এখন ওরা কমিউনিটির কাছ থেকে কি আশা করবে? ওরা তো সবাইকে নিচু করতে পারলেই খুশি হয়, এবার কি মানুষ তাদের নিচু করে খুশি হবে না?

যাই হোক, ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের পোষ্ট এর কিছু তালিকা আছে আমার কাছে, সেটা একবার রিভিউ করলেই আপনি লিজেন্ডারি মেম্বার হয়ে যাবেন মনে হয়।