দাদারা আমাদের পেছনে লেগে থেকে এখন নিজেরাই দেখি ফেসে যাচ্ছে। পাখিদ্যাবস, ওয়ার্ল্ডঅফকয়েন্স, দাদারা জলিগুড কে এই কয়দিন ধরে ফিড করে আসছিলো। কিন্তু কারমা বলে একটা কথা আছে, এটা আসলেই সত্যি। ইট মারলে যে পাটকেল খেতে হয়, সেটা গো মূত্র খোর গুলো ভুলে গিয়েছিলো। মানুষ কে হ্যারেজ করতে এরা খুব মজা পায়, কিন্তু তলে তলে এরা নিজেরাই যে চিটার, নিজেরাই যে ফোরামে ৮ বছর ধরে এবিউজ করে আসছে, মনে করছে এগুলো কেউ ধরতে পারবে না। আজকের যুগে সব কিছুই আর্কাইভ হয়ে থাকে, দাদারা সেগুলো ভুলে যায় বার বার। রেপুটেশন বোর্ড এ গিয়ে ওদের কাটা ঘায়ে নুনের ছিটা আর দিবো না। আপাতত বাজার থেকে ১০ টাকা দামের পাপন ভাজা (popcorn) এনে এগুলো এনজয় করবো!
ধুর ভাই কয়দিন যাবৎ শুধু এদের ড্রামা দেখে দিন পার করতেছি।
যদিও ড্রামায় এটেন্ড করি নাই কিন্তু সামনের চেয়ার থেকে সব সময় ড্রামা নজরে রাখতেছি আর এই নজরে রাখতে গিয়ে আমার দিন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় এটাই বুঝি না।
মূলত এদের ড্রামা দিতে গিয়ে আমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে তাই এখন মোবাইল বাথরুমে নিয়ে যাই এবং এদের ড্রামা এবং গ্রুপের এগেনস্টে তাদের রিপ্লাই বাথরুমে বসে বসেই বাথরুম করি আর দেখি।

মিয়া গ্রামে পপক্রন পাওয়া যায় না, শহরে যাওয়া লাগে, কিছু পাঠায় দিও, লল। এক সপ্তাহে ভাই কি ই বা নিয়ে আসবে। এখানে সবকিছু পানির মতো পরিস্কার। অনেক বেশি কানেক্টেড ডট, অনেক সিমিল্যারিটি। ঝগড়ার স্বার্থে ধরলাম, কইনসিডেন্স ছিলো, তাই বলে দুইজনের সাথেই? তাও আবার দুই জনই স্ক্যামার, তাও আবার দুইজনই সেইম রিজন এ বিলং করে। অবশ্যই লেইম কোনো একটা এক্সকিউজ নিয়ে আসবে। একটা জিনিস বিশ্বাস করেন বা না করেন, ক্রয়েটিভিটির দিক দিয়ে এরা কিন্তু টপ নচ। কিভাবে তিল রে তাল বানিয়ে, সেখান থেকে তালের পিঠা তৈরি করবে, সেটা ধরতেই পারবেন না।
কি ভাই এখন কি আমার কথার অর্থ বুঝতে পারছেন? আপনি তো আমার কথা আবার বুঝেন না।
"সরিষার মধ্যেই ভূত" আশা করি সামনে আরো ভূত দেখতে পাবেন বড় বড় ভূত।
দুই দাদা তো ধরা খাইয়া গেছে এখন বড় দাদা কবে ধরা খায় এইটা দেখার বিষয়।
যাইহোক, হঠাৎ করে আজ এই ভিডিও চোঁখে পড়লো। দেখে খানিকটা খারাপই লাগছে, যদিও কবর খোরা বা স্থানতরের বিষয়টা অনেক কাল ধরেই দেখে আসছি। তো এই পোস্ট করার মূল উদ্দেশ্য হলো, কবর খোরা কি আসলে যাযেজ? মানে এখানে হালাল হারাম পাপ হওয়ার কোনো কাহিনি নাই? ইসলাম ধর্ম এই বিষয়ে কি বলে, কারোর জানা আছে?
হাদিস অনুযায়ী বিনা কারণে কবর খোঁড়া নিষিদ্ধ রয়েছে। আর স্থানান্তর বিধি-বিধান যখন করা হবে তখন ওই এলাকার আলেমদের নিকট যেতে হবে তাদের সঠিক পরামর্শ নেওয়ার জন্য।
তবে আমার মনে হয় এখানে উক্ত বিষয়টি ভিন্ন যেমন আমাদের এখানে মাদ্রাসার কবর কয়েক বছর পর পর মাটি দিয়ে ভরাট করা হয় যেন আবার নতুন করে কবর দেওয়া যায় এই ক্ষেত্রে নতুন খবর ঘুরতে গেলে মানুষের দেহাংশ বেরিয়ে আসে।