Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 25/01/2025, 20:59:34 UTC
নিউবি থেকে যাত্রা শুরু।  Grin

সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley


যাই হোক, ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের পোষ্ট এর কিছু তালিকা আছে আমার কাছে, সেটা একবার রিভিউ করলেই আপনি লিজেন্ডারি মেম্বার হয়ে যাবেন মনে হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে কাজটা করেছেন সেটা না করলে হয়তো আরো কয়েকদিন লেগে যেত।
যাই হোক কমিউনিটিতে কয়েক বছর হয়ে গেল এসেছি আপনাদের এই সাপোর্ট গুলো আসলে আমাকে ইমোশনাল করে তোলে, এর আগে যখন হিরো হলাম তখন আবার একই কাজ LB ভাই করেছিল।


যাইহোক সবাই যারা আমাকে এত দিন যাবত সাপোর্ট দিয়েছেন, আমার যাত্রা থেকে অনেকেই একদম হাতে ধরে অনেক কিছু শিখিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ,
আর সবশেষে এক কথা পথ আরো অনেক বাকি রয়েছে সেজন্য সবার সাপোর্ট এবং  দোয়া সব সময় চাই।



Wonder Work, Bd officer, Z_MBFM ধন্যবাদ




আমিও এসব পছন্দ করি না। কিন্তু ইট মারলে যে পাটকেল খেতে হয়, সেটা নিশ্চই সবাই জানেন। এই দাদাড়া অনেকদিন ধরেই যাকে তাকে হ্যারেজমেন্ট করছিলো। সেটা আরো বড় আকার ধারন করে লিটল মাউস ভাইয়ের ইন্টারনেট এর বাইরে থাকার ব্যাপারে যে থ্রেড, সেটা থেকে। সেখানে এই দুই দাদা এক প্রকার ট্রল করে করে সেটাকে অফ টপিক বানিয়ে ফেলছিলো। পাখির সাথে বিভিন্ন থ্রেড এ আমার ডিসএগ্রিমেন্ট হচ্ছিলো। বাধ্য হয়ে ওরে আমি ইগনোর করেছিলাম।

কিন্তু সেদিন একটু তথ্য পাওয়ার পর সেটা নিয়ে আরেকটু ঘাটতেই থলের বিড়ার বেড়িয়ে আসছে। এরা যে মানুষকে এভাবে হ্যারেজ করে আসছিলো, এখন ওরা কমিউনিটির কাছ থেকে কি আশা করবে? ওরা তো সবাইকে নিচু করতে পারলেই খুশি হয়, এবার কি মানুষ তাদের নিচু করে খুশি হবে না?
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান টাইম দিয়ে এই ধরনের চোরদের  ধরিয়ে দেওয়ার জন্য, তারা এতদিন যেটা করে আসছিল সেটাকে বলে চোরের মায়ের উঁচু গলা।
আমি ভাই বড় পাবলিক যেগুলো এখনো ইটের জবাব স্বরূপ পাটকেল খায়নি সেগুলোকে পাটকেল খেতে দেখার জন্য আগ্রহী হয়ে রয়েছে। আমার তো মনে হয় সেখানেও থলের বিড়াল রয়েছে, কিন্তু ধরা দিতেছে না।  Tongue