Post
Topic
Board Other languages/locations
Re: ডাকাইত জিপি
by
Z_MBFM
on 08/02/2025, 18:35:48 UTC
গ্রামীনফোন আর তাদের ডাকাতি। আমি কি করবো আসলে বুঝতেছিনা। হিসাব মিলে না।

কিছুদিন আগে আমি ১.২ টাকা/মিনিট রেটে ফোনে রিচার্জ করি। নিচের ছবি অনুযায়ী ১.২ টাকা কাটার কথা বাট কাটতেছে ১.৬৭ টাকা সামথিং।
আপনার এই অফারের সাথে ভ্যাট,এসডি, এসসি সংযুক্ত না। তাই এই কল রেটের সাথে ভ্যাট,এসডি, এসসি কাটে। টাকা দিয়ে কথা বললে প্রচুর টাকা কাটে তাই আমি সরাসরি টাকা দিয়ে কথা বলি না কোনো সময়। মিনিট+ এমবি এর প্যাকেজ কিনি ৩০ দিনের জন্যে ২০০-৩০০ টাকার ভিতরে সেখানে দেখা যায় ৩০০ মিনিট + ১২-২০ জিবি ইন্টারনেট থাকে তাতে নির্ভয়ে কথা বলা যায় ইন্টারনেট ব্রাউজ করা যায় এদিকে wifi তো আছেই। এভাবেই কলতেছি আর এই প্যাকেজগুলো সরাসরি না কিনে কিছু অফার গ্রুপ থেকে কিনে নেই সেখানে ভালই টাকা সাশ্রয় হয়।
গ্রামীনফোন দেশের আনাচে কানাচে তাদের নেটওয়ার্ক সরবরাহ করতে পেরেছে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সিমে ভালো নেট পায় যার কারণে এটা চালানো নয়কে এই ডাকাত কোম্পানির সিম কেউ চালাইতো না ভাই। কিছুই করার নাই ভাই মিনিট প্যাকেজ কিনে কথা বলেন টাকা দিয়ে কথা বলে স্বাচ্ছন্দে কথা বলতে পারবেন না।