Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 3 users
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 10/02/2025, 16:48:25 UTC
⭐ Merited by Xal0lex (3) ,Crypto Library (1) ,Z_MBFM (1)
ফোরামে আমি নতুন সদস্য । তাই আমার কোন কিছু সম্পর্কে তেমন ধারণা নেই, এবং কি ফোরামে মানসম্মত পোস্ট করার জন্য কি কি লক্ষণীয় এবং কি কি এড়িয়ে চলা উচিত সে বিষয়ে সিনিয়র ভাইয়েরা যদি উল্লেখ করতেন তাহলে আমি সহজেই বুঝতে পারতাম

কাইন্ডলি নিচে দেয়া লিংক গুলো ভিজিট করুন। আশা করি সব বুঝতে পারবেন। আর আপনি হয়তো নোটিফিকেশন বট ব্যবহার করেন না। যদি টেলিগ্রাম ইউজ করে থাকেন তাহলে এই () বটটি ট্রাই করেন। তাহলে কেউ আপনাকে রিপ্লাই করলে সেটা তৎখনাত রিপ্লাই পাবেন।