Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 12/02/2025, 06:48:44 UTC
জিপি ডাকাইত কোনো সন্দেহ নাই। অন্যান্য সিমের কথা জানিনা, তবে বাংলালিংক আমাকে মাঝে সাজেই ভালো ভালো অফার দেয় তাও আবার ফ্রি। আজ একটা দিসিলে ১ জিবি ৩ দিন ফ্রি। এর আগেও কয়েকবার দিসিলো।
ভাই কথায় আছে যে ভালো খেতে চাইলে অবশ্যই বেশি দাম দিয়ে কিনতে হবে। ভাই আমি তো গ্রামিন সিম ছাড়া অন্যান্য সিমে ভালো সুবিধা পাই না। যদিও এমবি ও মিনিট এগুলো অন্যান্য সিমে সস্তা দামে অফার দিয়ে থাকে। কিন্তু এয়ারটেল রবি সিমে ঘরে বসে নেট চালাতে পারবেন না, বাহিরে বসে নেট চালাতে হবে। কিন্তু আপনি যদি গ্রামিন সিমে এমবি লোড করেন তাহলে কম্বলের নিচে শুয়ে থেকে চালাতে পারবেন।

আমি গ্রামিন সিম ইউজ করি, আমাকে বেশ ভালো ভালো অফার দিয়ে থাকে, ৫০০ টাকায় ৮০ জিবি, ৫০ জিবি, কয়েকদিন আগে ১০০ জিবি দিয়েছিলো। এখন কল দেওয়ার জন্য আমাকে তো আরও একটা সুবিধা দিয়ে রেখেছে, ৭৯ পয়সা মিনিট কলরেট ২ দিন তাও ফ্রিতে নিতে পারি।

আর ভাই বাংলালিংক এর কথা বললেন, আমার বাড়িতে 4জি চালু হয় না, অলটাইম 2জি পেয়ে থাকে, বাংলালিংক আমাকেও এই ধরনের অফার দিয়েছিলো, তারা তাদের গ্রাহকদের আকর্ষিত করার জন্য এমন অফার দিয়ে থাকে। আর একটা বিষয়ে বাংলালিংক সিমের প্রশংসা করতেই হবে, কারন বাংলালিংক সিমের নেট স্প্রিড সবচেয়ে বেশি।