Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 09/02/2025, 19:12:10 UTC
আপনার এই অফারের সাথে ভ্যাট,এসডি, এসসি সংযুক্ত না। তাই এই কল রেটের সাথে ভ্যাট,এসডি, এসসি কাটে। টাকা দিয়ে কথা বললে প্রচুর টাকা কাটে তাই আমি সরাসরি টাকা দিয়ে কথা বলি না কোনো সময়। মিনিট+ এমবি এর প্যাকেজ কিনি ৩০ দিনের জন্যে ২০০-৩০০ টাকার ভিতরে সেখানে দেখা যায় ৩০০ মিনিট + ১২-২০ জিবি ইন্টারনেট থাকে তাতে নির্ভয়ে কথা বলা যায় ইন্টারনেট ব্রাউজ করা যায় এদিকে wifi তো আছেই। এভাবেই কলতেছি আর এই প্যাকেজগুলো সরাসরি না কিনে কিছু অফার গ্রুপ থেকে কিনে নেই সেখানে ভালই টাকা সাশ্রয় হয়।
গ্রামীনফোন দেশের আনাচে কানাচে তাদের নেটওয়ার্ক সরবরাহ করতে পেরেছে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সিমে ভালো নেট পায় যার কারণে এটা চালানো নয়কে এই ডাকাত কোম্পানির সিম কেউ চালাইতো না ভাই। কিছুই করার নাই ভাই মিনিট প্যাকেজ কিনে কথা বলেন টাকা দিয়ে কথা বলে স্বাচ্ছন্দে কথা বলতে পারবেন না।


সংযুক্ত নাই এটা কিনার সময় ক্লিয়ার কাট বললেই পারতো, আড়ালে রেখে প্রতারণা আরকি!

আমি ভাই বাসায় ওয়াইফাই চালাই আর বাহিরে নেটের তেমন প্রয়োজন হয়না, আর যদি একদম ইমারজেন্সি হয় সেসময় ওয়াইফাই হ্যাক করে নেই। কম্বো প্যাকেজে আমার সুবিধা হবেনা, হুদাই নেট, এসএমএস নষ্ট হবে, ওসবের দরকার পড়ে না। সবথেকে বেটার হয় কলরেট। বাইদাওয়ে আপনি কোথা থেকে কিনেন? আমি এইসব গ্রুপ ট্রুপে বিশ্বাসী না, প্রতিনিয়ত দেখি এসব লোভনীয় অফার কিনতে গিয়ে স্ক্যামের স্বীকার হইতেছে। তাই কাটা লাইনে অফার কিনা থেকে নিজেকে অফ রাখি। তারপরেও আপনার কাছে ট্রাসটেড সোর্স থাকলে একটু লিংক খানি দিয়েন তো, দেখবো নি ঘেটে।

আমার মিয়া ঘরের মধ্যে জিপি মাতলামি করে, বাথরুম ফুল অফ। বাংলালিংক আবার ঘরে চলে বাট মসজিদে গেলে ফুল অফ। এমন  এক জায়গায় থাকি লল।

আপনি খেয়াল করলে দেখবেন ব্রাকেটে +ভ্যাট ট্রাক্স লেখা। এর মানে হলো, এই কল রেটের সাথে ভ্যাট ট্রাক্স যোগ হবে। ১০ সেকেন্ড পালস মানে হলো আপনি যদি ১০ সেকেন্ড কথা বলেন, যে টাকা কাটবে, তার থেকে ১ সেকেন্ড বেশি হলেই পরের ১০ সেকেন্ডের জন্য টাকা কেটে নিবে। এভাবে প্রতি ১০ সেকেন্ড পর পর পালস করা হবে। আসলে এগুলো তাদের কৌশল। প্রতারনা হলে তো মামলা করার সুযোগ থাকতো। কিন্তু সেই সুযোগ নাই। এরা এমন ভাবে কৌশল করে নেয়, আপনি সেটা ধরতে পারবেন না।

এখন কথা বলার একমাত্র উপায় হচ্ছে রবি বা এয়ারটেল সিম নিয়ে মাসের হিসাবে মিনিট প্যাক কিনে নেয়া। এছাড়া আপনি যাই করেন না কেনো, আপনাকে ওরা ডাকাতের মতো কোপাবে। আমি ৯৯৯ টাকা রিচার্জ করেছি গত মাসে ১ পয়সা সেকেন্ড কথা বলার জন্য। খুবই অল্প কথা বলি। তবুও এখন ব্যালেন্স ৪০০ টাকার মতো। কিছু করার নাই আসলে। আমরা এদের কাছে জিম্মি।


আমি কেনার সময় খেয়াল করেই কিনছি ভাই। আর তুমি যে সস দেখালা সেটা অফার কেনার পরের সস। বিকাশ দিয়ে যখন কিনি তখন ভালো ভাবে চিপা চাপা উপর নিচ ডান বাম দেখেই কিনছি। এই "হিডেন চার্জ" ই আমার বিরক্ত লাগে। ভ্যাট ট্যাক্স পরের বিষয়, আমি ১.২ রেট দেখে কিনছি, যদি দেখতাম ১.৭ তাহলে জীবনেও কিনতাম না বা আরো দামী অফার কিনতাম। এখানে ১.২ বলে ১.৭ ধরায় দিচ্ছে, এটা প্রতারণাই। গ্রাহক হিসেবে আমি ভাবতেছি তো ১.২ কলরেট। ভ্যাট ট্যাক্স এর বিষয়টা অফার ডিটেইলে উল্লেখ করা উচিত ছিলো, তাই না? বাট তা তারা করবে না, চেষ্টা করবে কম দেখানোর, যেনো মানুষ কেনে, মানুষকে ঠকানো মিসইনফরমেশন দেয়া মিসগাইড করা।

বুঝলাম পালস্ এর কাহিনি। ডিজিটাল ছ্যাচড়ামি যাকে বলে, মগের মুল্লুক।

আমি ভাবতেছিলাম সিম MNP করে GP টু Airtel আনবো, বাট টাওয়ারের যে অবস্থা এদিকে তাই সাহস হয়না। তাও ভালো ওয়াইফাই এর লাইন পাইছি, তাছাড়া বছরে একবার আমার দেখা পেতেন। যদিও ওয়াইফাই এর সার্ভিসও তেমন ভালো না, থাকে থাকেনা, গেলে ২-৩ দিন খোঁজ পাইনা। রিয়েল আইপিও নাই, শেয়ার আইপি দেয়া লাইনে।

একটা উপায় আছে যদিও টাকা বলার তবে সেক্ষেত্রে সামান্য কিছু এমবি লাগে। চাইলে Alap এপস্ ইউজ করতে পারেন। ডাকবিভাগের মেইবি ঐটা, ঐখানে বিকাশ নগদ দিয়ে টাকা লোড করে (হালকা এমবি লাগে যদিও) কথা বলা যায়, সম্ভবতো ৪০ পয়সা/মিনিট। মেয়াদ টেয়াদ লাগেনা। আমি ইউজ করতাম, ফোন রিসেট দেয়ার পর ইনস্টল করতে মনে নাই। Alap এ NID দিয়ে KYC + নাম্বার দিয়ে রেজিস্টেশন করতে হয় (ইনসটেস্ন হয় সব)। রেজিস্টেশন করলে আপনাকে তারা একটা ভার্চুয়াল নাম্বার দিবে, যা অন্যদের কল দিলে সো করবে, আপনার নিজের টা দেখাবে না। আলাপে একটাই সমস্যা অনেকসময় সার্ভারজনিত সমস্যা হয়।

জিপি ডাকাইত কোনো সন্দেহ নাই। অন্যান্য সিমের কথা জানিনা, তবে বাংলালিংক আমাকে মাঝে সাজেই ভালো ভালো অফার দেয় তাও আবার ফ্রি। আজ একটা দিসিলে ১ জিবি ৩ দিন ফ্রি। এর আগেও কয়েকবার দিসিলো।