Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 14/02/2025, 10:50:22 UTC
-----

আমার সাধারণত মাসে ১৫ জিবি হলেই হয়। কিন্তু আপাতত রাতে নেট সমস্যা করে তাই আলাদা করে এয়ারটেল সিমে জিবি নেয়া লাগতেছে। ইদানিং প্রচুর পরিমানে ক্ল্যাস অফ ক্ল্যান্স আর ফ্রি ফায়ার খেলা শুরু করছি যেগুলো খেলা ২০১৯ সালেই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ইদানিং সামনে প্রচুর রিলস আশা শুরু করছে, যেগুলো দেখে নস্টালজিক হয়ে আবারো গেইম গুলো খেলা শুরু করছি এক প্রকার।

ওয়াইফাই ছাড়াই মাসে এখন ২ টা ফোনে ১ হাজার টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। আপনাদের আইডিয়া গুলো দেখে মনে হচ্ছে এগুলো কন্ট্রোল করা উচিৎ। সামনের মাস থেকেই যেকোনো একটা আইপি কলিং এপ ফোনের জন্য পারমানেন্ট করে নিবো, আর জিবি কেনার জন্য এয়ারটেলের চাইতে ভালো সলিউশন আমার কাছে নাই আপাতত।