Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 16/02/2025, 05:48:32 UTC
আরে নুব  Grin
তোমারে আমি ভালো সুস্থ ভাবতাম। তুমি তো দেখি ফ্রি ফায়ার প্লেয়ার। লল। ঐ গু মার্কা গ্রাফিক্সের গেইম কে খেলে। ওর থেকে talking tom এর গ্রাফিক্স ফার বেটার।

এতো হাই এন্ড গেইম খেলার মতো ডিভাইস আমার কোনো কালেই ছিলো না। ২০১৫ এর দিকে স্যামস্যাং এর একটা ডিভাইস ছিলো, সেটা দিয়েই ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলা শুরু করেছিলাম। তারপর ২০১৯ এর দিকে আরেকিটা ডিভাইস কিনে মাল্টি প্লেয়ার ব্যাটেল রয়েল এই গেইম টা খেলতাম। পাবজিও খেলতাম, তবে সেটাতে অটো এইম কাজ করে না। এজন্য ফ্রি ফয়ার ভালো লাগতো। আপনার কমেন্ট বলছে যে আপনি বিগত ২ বছরের মধ্যে ফ্রি ফায়ারের গ্রাফিক্স দেখেন নাই। এসব আজাইরা ফালতু ডিবেট এ আমি যাবো না। আমার প্রচুর কাজ আছে হাতে  Wink

আম্বার আইটি এপ্স এ তো প্রথম ট্রাইতেই ওটিপি পেয়েছি আমি। কিন্তু আইডি কার্ড সাথে না থাকায়, সময় না পাওয়ায় এখনো ভেরিফাই করতে পারিনি। দুইদিন যাবৎ এয়ারটেল এর ইন্টারনেট খুবই বাজে সার্ভিস দিচ্ছে। 4জি+ দেখাচ্ছে, ৪৫ জিবি থাকা সত্তেও ফ্রি ফেইসবুকে ঢুকাচ্ছে। কি এক আজব সমস্যায় আছি। এই স্পিড দিয়ে আইপি কলিং এ্যাপে জিবনেও কথা বলা যাবে না।