-----
........
ইদানিং প্রচুর পরিমানে ক্ল্যাস অফ ক্ল্যান্স আর ফ্রি ফায়ার খেলা শুরু করছি যেগুলো খেলা ২০১৯ সালেই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ইদানিং সামনে প্রচুর রিলস আশা শুরু করছে, যেগুলো দেখে নস্টালজিক হয়ে আবারো গেইম গুলো খেলা শুরু করছি এক প্রকার।
ওয়াইফাই ছাড়াই মাসে এখন ২ টা ফোনে ১ হাজার টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। আপনাদের আইডিয়া গুলো দেখে মনে হচ্ছে এগুলো কন্ট্রোল করা উচিৎ। সামনের মাস থেকেই যেকোনো একটা আইপি কলিং এপ ফোনের জন্য পারমানেন্ট করে নিবো, আর জিবি কেনার জন্য এয়ারটেলের চাইতে ভালো সলিউশন আমার কাছে নাই আপাতত।
আরে নুব

তোমারে আমি ভালো সুস্থ ভাবতাম। তুমি তো দেখি ফ্রি ফায়ার প্লেয়ার। লল। ঐ গু মার্কা গ্রাফিক্সের গেইম কে খেলে। ওর থেকে talking tom এর গ্রাফিক্স ফার বেটার।
নস্টালজিক গেইম তুমি খেলোই নাই (Age of Empire, Assassins Creed, Call of Duty, Need for Speed), এগুলো হলো আসল নস্টালজিক গেইম।
আমি এখনো এগুলো খেলি। COD এর নতুন একটা Black OPs নামছে, Age of Mythology Retold নামছে, এগুলো খেলার জন্য ১ পায়ে দাড়ায় আছি। বাট আমার পটাটো ডিভাইসে এসব চলে না।

ব্যাগ টু টপিক! মিয়া @ক্রিপ্টোগন্থাগার তোমার আইপি কলিং এপস এ কোড আসে না কেন! কয়েকবার রিসেন্ড করলাম তাও এমন। সার্ভার ইস্যু!
