Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 16/02/2025, 05:59:38 UTC
এসব আজাইরা ফালতু ডিবেট এ আমি যাবো না। আমার প্রচুর কাজ আছে হাতে  Wink

বোঝা শেষ আমার। ফ্রী ফায়ার খেলতে খেলতে আপনার বুদ্ধি দেখি লোপ পেয়েছে। আমি নিজেও এজন্য বিতর্কে জড়ালাম না আর। দুঃখ পাইয়েন না। ফ্রী ফায়ারের গ্রাফিক্স সেই, এখন শান্তিতে ঘুমান।


Quote
আম্বার আইটি এপ্স এ তো প্রথম ট্রাইতেই ওটিপি পেয়েছি আমি। কিন্তু আইডি কার্ড সাথে না থাকায়, সময় না পাওয়ায় এখনো ভেরিফাই করতে পারিনি। দুইদিন যাবৎ এয়ারটেল এর ইন্টারনেট খুবই বাজে সার্ভিস দিচ্ছে। 4জি+ দেখাচ্ছে, ৪৫ জিবি থাকা সত্তেও ফ্রি ফেইসবুকে ঢুকাচ্ছে। কি এক আজব সমস্যায় আছি। এই স্পিড দিয়ে আইপি কলিং এ্যাপে জিবনেও কথা বলা যাবে না।

কয়েকঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ওটিপি এসেছে।



বিগ নিউজ। বাংলাদেশে starlink আসতেছে। এখন কোনো মাঙ্গের নাতি চাইলেও নেট অফ করে বলতে পারবে না, আমরা তো বন্ধ করি নাই, আপনাআপনি বন্ধ হইছে। Little Mouse ভাই, কি ভাই কিনবেন নাকি স্টারলিংক!? Smiley

https://x.com/ChiefAdviserGoB/status/1890634387961618557