Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 21/02/2025, 09:14:13 UTC
গত একদিন যাবত অনেক জায়গায় পাই টোকেন নিয়ে আলোচনা হচ্ছে, এবং পাই টোকেন চাঁদে যাওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে ধারণা করেছেন। আমি যদি কিছু পাই টোকেন বিনিয়োগ করে রাখি তাহলে কতটা যুক্তি সম্মত হতে পারে
আমার এলাকার কিছু ছেলেমেয়েরা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করে রেখেছিলেন এবং কে ওয়াই সি করে রেখেছিল। তাদের হয়তো কিছু টোকেন দিয়েছে এবং কিছু ২০২৭ সাল পর্যন্ত তালা দিয়ে রেখেছে । এখন অনেকে বলাবলি করছে এইটোকেন নাকি pi এর মান ৩.১৪১৬ এই দামে যাবে। যেহেতু সামনে এটি বাইনান্সে লিস্ট করার সম্ভাবনা রয়েছে তাই এই প্রজেক্টে অবশ্যই ফিউচার রয়েছে। হতেও পারে সামনে দাম pi এর মানের সমান হতে পারে।
আপনি ইচ্ছে করলে কিছু কিনে রাখতে পারেন। তবে Altcoin এ ট্রেন্ডিং অবস্থায় বিনিয়োগ করা অনেকটাই যুক্তিসম্পন্ন। তাই দেখেশুনে বিনিয়োগ করাই ভালো।
আমি এর আগে কখনো বিনিয়োগ করিনি এই প্রথম বিনিয়োগ করার চেষ্টা করছি। আপনার মন্তব্য দেখে আমি অনেকটাই আস্থা পেয়েছি এবং বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ফোরামে আরো অভিজ্ঞ বড় ভাইয়েরা রয়েছে তারা যদি কিছু মন্তব্য তুলে ধরতেন তাহলে আমি বিনিয়োগ করার জন্য পুরোপুরি আস্থা পেতাম
ফোরামে অনেক অনেক অভিজ্ঞ বড় ভাই রয়েছে তারা হয়তো আপনাকে ভালো পরামর্শ দেবে এবং আপনি সেই পরামর্শ অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। তবে বেশিরভাগ অভিজ্ঞ বড় ভাইয়েরা বিটকয়েনে বিনিয়োগ করার ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকবেন কেননা এই বিটকয়েন অন্যান্য অ্যালট কয়েনের মতো খুব বেশি ডাম্পিং দেয় না। আপনি হয়তো দেখবেন বিটকয়েন যদি ১০০০ ডলার নেমে যায় তাহলে অন্যান্য এলট কয়েন ৩০% পর্যন্ত নেমে যায়। তাই আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি আমি বিটকয়েন ছাড়া অন্য কোন কয়েন এর উপর আস্থা রাখতে পারি না।