গত একদিন যাবত অনেক জায়গায় পাই টোকেন নিয়ে আলোচনা হচ্ছে, এবং পাই টোকেন চাঁদে যাওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে ধারণা করেছেন। আমি যদি কিছু পাই টোকেন বিনিয়োগ করে রাখি তাহলে কতটা যুক্তি সম্মত হতে পারে
আমার এলাকার কিছু ছেলেমেয়েরা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করে রেখেছিলেন এবং কে ওয়াই সি করে রেখেছিল। তাদের হয়তো কিছু টোকেন দিয়েছে এবং কিছু ২০২৭ সাল পর্যন্ত তালা দিয়ে রেখেছে । এখন অনেকে বলাবলি করছে এইটোকেন নাকি pi এর মান ৩.১৪১৬ এই দামে যাবে। যেহেতু সামনে এটি বাইনান্সে লিস্ট করার সম্ভাবনা রয়েছে তাই এই প্রজেক্টে অবশ্যই ফিউচার রয়েছে। হতেও পারে সামনে দাম pi এর মানের সমান হতে পারে।
আপনি ইচ্ছে করলে কিছু কিনে রাখতে পারেন। তবে Altcoin এ ট্রেন্ডিং অবস্থায় বিনিয়োগ করা অনেকটাই যুক্তিসম্পন্ন। তাই দেখেশুনে বিনিয়োগ করাই ভালো।
আমি এর আগে কখনো বিনিয়োগ করিনি এই প্রথম বিনিয়োগ করার চেষ্টা করছি। আপনার মন্তব্য দেখে আমি অনেকটাই আস্থা পেয়েছি এবং বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ফোরামে আরো অভিজ্ঞ বড় ভাইয়েরা রয়েছে তারা যদি কিছু মন্তব্য তুলে ধরতেন তাহলে আমি বিনিয়োগ করার জন্য পুরোপুরি আস্থা পেতাম
এখন এই ধরনের নতুনে লিস্টিং হওয়া মুদ্রায় বিনিয়োগ করা আমি ঝুকিপূর্ণ মনে করি, যদিও বিনিয়োগ করেন তাহলে বেশি লোভী হবেন না, আর সঠিক সময়ে মুনাফা নেওয়ার চেষ্টা করবেন। ট্রাম কয়েনের ঘটনা কী দেখেছেন? লিস্টিং হওয়ার পর ঠিকই চাঁদে গিয়েছিল কিন্তু আবার জমিনে ফিরে এসেছে। তাই চাঁদে যাবে কি যাবে না, এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। এই ধরনের ঝুঁকিপূর্ণ মুদ্রায় বিনিয়োগ করতে হলে আপনাকে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে হবে।
এখন যদি আপনার পোর্টফলিও নিরাপদ করতে চান, তাহলে আপনাকে বিটকয়েনের দিকে মনোযোগ দিতে হবে। যেহেতু আপনি এর আগে কখনো বিনিয়োগ করেন নাই, হয়তো আপনি অন্যদের ধারণা শুনে পাই কয়েনের বিনিয়োগ করা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি সবদিক দিয়ে বিশ্লেষণ করে তারপর বিনিয়োগ করুন, যদি ঝুঁকি নিতে পারেন তাহলে এই মুদ্রায় বিনিয়োগ করতে পারেন। আর নতুন অবস্থায় ঝুঁকিপূর্ণ কয়েনে বিনিয়োগ না করাই সেরা সিদ্ধান্ত হবে। এমন ঝুঁকিপূর্ণ কয়নে যদি বিনিয়োগ করেন ভাগ্য ভালো হলে ভালো প্রফিট নিতে পারবেন, যদি মার্কেটের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে দেখবেন চাঁদে যাওয়ার পরিবর্তে মাটির নিচের দিকে যাচ্ছে।