গত একদিন যাবত অনেক জায়গায় পাই টোকেন নিয়ে আলোচনা হচ্ছে, এবং পাই টোকেন চাঁদে যাওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে ধারণা করেছেন। আমি যদি কিছু পাই টোকেন বিনিয়োগ করে রাখি তাহলে কতটা যুক্তি সম্মত হতে পারে
আগে ওয়েট করেন ভাই আজকে হয়তো রাত আটটার দিকে লোকেশন দেখতে পারবেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি হোল্ড করতে পারেন কিছু টোকেন কিন্তু সবগুলো হোল্ড করিয়েন না। ছলনা ব্লক চেইনের এয়ারটেল গুলো মোটামুটি ভালই প্রফিট দেয় দেখা যাক এটা থেকে কি করে।
আমার এলাকার কিছু ছেলেমেয়েরা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করে রেখেছিলেন এবং কে ওয়াই সি করে রেখেছিল। তাদের হয়তো কিছু টোকেন দিয়েছে এবং কিছু ২০২৭ সাল পর্যন্ত তালা দিয়ে রেখেছে । এখন অনেকে বলাবলি করছে এইটোকেন নাকি pi এর মান ৩.১৪১৬ এই দামে যাবে। যেহেতু সামনে এটি বাইনান্সে লিস্ট করার সম্ভাবনা রয়েছে তাই এই প্রজেক্টে অবশ্যই ফিউচার রয়েছে। হতেও পারে সামনে দাম pi এর মানের সমান হতে পারে।
আপনি ইচ্ছে করলে কিছু কিনে রাখতে পারেন। তবে Altcoin এ ট্রেন্ডিং অবস্থায় বিনিয়োগ করা অনেকটাই যুক্তিসম্পন্ন। তাই দেখেশুনে বিনিয়োগ করাই ভালো।
Pi টোকেনের মতো PAW টোকেন হতে পারবেনা Pi টোকেনের যাত্রাটা অনেক ভালো ছিল লম্বা সময় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ভালো কিছু করতে যাচ্ছে কিন্তু Paw থেকে এরকম আশা করা বোকামি হবে ভাই। দেখা যাক আজকে চেক করার পর বুঝা যাবে কিরকম কি হয়।