Pi টোকেনের মতো PAW টোকেন হতে পারবেনা Pi টোকেনের যাত্রাটা অনেক ভালো ছিল লম্বা সময় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ভালো কিছু করতে যাচ্ছে কিন্তু Paw থেকে এরকম আশা করা বোকামি হবে ভাই। দেখা যাক আজকে চেক করার পর বুঝা যাবে কিরকম কি হয়।
Pi টোকেন দীর্ঘ চার বছরের মত মার্কেটে মাইনিং প্রজেক্ট চালানোর পর তারা এক্সচেঞ্জ লিস্ট করেছে এর মধ্যে অনেকেই এই টোকেনকে প্রতারণার অন্যতম প্রধান ফাদ হিসেবে মনে করেছিল। কিন্তু তাদের রোডম্যাপ অনুযায়ী কাজ করাতে তারা সাকসেস হয়েছে।
paws টেলিগ্রাম গেমসের প্রজেক্ট গুলো সাময়িকভাবে ট্র্যান্ডিংয়ে থাকে তারপর মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে ফল হয়ে যায়। এটা হয়তো কিছুদিন ট্রেন্ডিংয়ে থাকবে তারপর অন্যান্য hamster, Not, x প্রজেক্ট এর মত ফল হয়ে যেতে পারে।