আমি
bounty ক্যাম্পেইন এ জয়েন হতে চাচ্ছি। তো এখানে আমাবার Bech32 BTC এড্রেস চায়।
এখন আমি কিভাবে
Bech32 BTC বের করবো?
যদি এক্সচেঞ্জ থেকে বের করেন তাহলে ডিপোজিট অপশনে ক্লিক করবেন
এক্সচেঞ্জ বলতে কি আপনি এখানে Binance bybit এগুলো বোঝাচ্ছেন
এক্সচেঞ্জ বলতে বাইন্যান্স, বাইবিট এক্সচেঞ্জ এগুলোই বোঝানো হয় তবে আপনি যদি এসব এক্সচেঞ্জের প্রতি ভরসা না পান তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দমত ওয়ালেট নির্বাচন করে নিতে পারেন। তবে কিছু কিছু ওয়ালেটে আপনি বিটকয়েন এড্রেস Betch32 address আকারে পাবেন না। তবে যে সকল ওয়ালেটে বিটকয়েন betch32 এড্রেস পাবেন তাদের মধ্যে সবচেয়ে সুপরিচিত হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আপনি ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে ওয়ালেট ইন্সটল করে নিন। এবং আপনার ওয়ালেট ক্রিয়েট করার পর আপনি আপনার বিটকয়েন এড্রেস বের করে নিন।