Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 27/02/2025, 15:47:40 UTC
⭐ Merited by Crypto Library (1)
কারণ বিটকয়েন ব্লকচেইনের নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু মাত্র সাতোশীর হাতেই আবদ্ধ।

আপনাকে কে বললো এই কথা ভাই? সাতোশি যে এক যুগের বেশি সময় ধরে নিখোজ, বা ইচ্ছে করেই গায়েব হয়ে গেছে, তবে এখন বিটকয়েন এর ব্লকচেইন কে নিয়ন্ত্রন করে? আসল ব্যাপার হলো, বিটকয়েনের ব্লকচেইনের নিয়ন্ত্রন কারো হাতেই নেই। এটা একটা ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন। এই ব্লকচেইনে কোনো প্রকার চেঞ্জ আনতে হলে, প্রথমত সেটা কমিউনিটিতে উপস্থাপন করতে হবে। বিটকয়েন ডেভেলপাররা সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে এবং মাইনার এবং বিটকয়েন ইউজার বেইজ এর মতামত নিবে এবং সবাই একমত হতে চেষ্টা করবে। এটা অনেকটা সংসদীয় সিস্টেম। এখানে বেশিরভাগ মত যদি একটা চেঞ্জ এর পক্ষে আশে, তখনই কেবল সেই চেঞ্জ ব্লকচেইনে ডিপ্লয় করা হয়।