বহুকাল আগে থেকেই একটা ধারণা সবার মধ্যে রয়েছে যে চোরের দশ দিন গৃহস্থের একদিন কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো দিকে মাথা দিয়েছে। কয়েকদিন আগে বাইবিট এক্সচেঞ্জ হ্যাকিং হওয়ার ঘটনা সবার জানা থাকার কথা। সেখানে ইথেরিয়ামের প্ল্যাটফর্ম থেকে হ্যাকিং করা হয়েছে এবং পরে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে ইথেরিয়ামের মালিক বিটালিক বুটেরিনের ইথিরিয়াম সংখ্যা আনুমানিক খুব সম্ভবত কাছাকাছি 2 লক্ষ 30 হাজারের উপরে। কিন্তু হ্যাকিং যে করেছে তার ওয়ালেটে ইথিরিয়ামের সংখ্যা চার লক্ষ বিশ হাজারের কাছাকাছি।
তাহলে কি বুঝতে পারলাম চোরের ওয়ালেটে মালিকের চেয়ে টাকা বেশি। এই চোর কোন এক সময় ইথেরিয়াম এর মালিক দাবি করতে পারে।
যদিও বিষয়টি আপনি মজা করে বলেছেন, তাও বলছি...
ব্লকচেইনের দুনিয়ায় বেশি টোকেন থাকলেই কেউ সেই চেইন এর মালিক হয়ে যায় না। বেশিসংখ্যক নোড যে নিয়মাবলীকে কার্যকর করবে, ব্লকচেইনে সেটাই আইন। আবার বেশিসংখ্যক নোডের সৎ থাকার জন্যে বেশি টোকেন অধিকারীর সমর্থন প্রয়োজন। এই পারস্পরিক নির্ভরতার ভিত্তিতেই এগিয়ে চলে ব্লকচেইন।
জি ভাই, মজা করে বলেছি। একজন চোর মালিকের চেয়ে বেশি ইথেরিয়ামের মালিক হয়ে গেছে। এটা ঠিক যে সে যতই বড় মালিক হয়ে যাক না কেন তার কাছে ইথেরিয়ামের ব্লকচেইনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তাই চোর সমস্ত Ethereum এর মালিক হলেও কোন লাভ নেই। একইভাবে বিটকয়েনের 46% মোট সাপ্লাইয়ের মালিক ইতিমধ্যে বড় বড় তিমিরা দখল করে নিয়েছে কিন্তু তাতেও কোন ফায়দা নেই। কারণ বিটকয়েন ব্লকচেইনের নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু মাত্র সাতোশীর হাতেই আবদ্ধ।
এক্সচেঞ্জ বলতে বাইন্যান্স, বাইবিট এক্সচেঞ্জ এগুলোই বোঝানো হয় তবে আপনি যদি এসব এক্সচেঞ্জের প্রতি ভরসা না পান তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দমত ওয়ালেট নির্বাচন করে নিতে পারেন। তবে কিছু কিছু ওয়ালেটে আপনি বিটকয়েন এড্রেস Betch32 address আকারে পাবেন না। তবে যে সকল ওয়ালেটে বিটকয়েন betch32 এড্রেস পাবেন তাদের মধ্যে সবচেয়ে সুপরিচিত হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আপনি ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে ওয়ালেট ইন্সটল করে নিন। এবং আপনার ওয়ালেট ক্রিয়েট করার পর আপনি আপনার বিটকয়েন এড্রেস বের করে নিন।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্যআপনি বুঝতে পেরেছেন এটাই আমাদের ভালো লাগছে। এখানে অনেকেই আরো বেশি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং ভবিষ্যতে আপনি যদি আরো সমস্যার সম্মুখীন হন তবে এখানে শেয়ার করলে আপনাকে সবাই বুঝিয়ে দেবে।