Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 28/02/2025, 14:00:00 UTC
তবে এই  এলগরিদম এমন করেই বানানো হয়েছে যে বড় এমাউন্টের বিটকয়েন লারা চারা হইলেও সাময়িক ইম্প্যাক্ট এরপর মার্কেট অবশ্যই আবারো সাধারণ গতিতে চলবে। এতে করে সাতোশি নাকামত নিজেকে প্রকাশ করুন বা না করুক।
তবে আমার মনে হয় না  সাতোশি ন্যাকামোতো কোনদিন কখনো তার পরিচয় রিভিল করবে, রিভিল করার হলে এতদিনে করে দিত।

মজার ব্যাপার কি জানেন? সময় যতো যাচ্ছে, মানুষ হাল ফিনি কেই সাতোশি মনে করছে। এর কারন হলো হাল ফিনি মারা গেছেন। অনেকেই মনে করেন যে যেই মানুষ বেচে আছেন, তার এতো বিলিয়ন বিলিয়ন ডলার সে কি এভাবে ফেলে রাখবে? সে অন্তত কয়েক মিলিয়ন ডলার নিজের জন্য খরচ করতেই পারতেন। কিন্তু যদি তিনি বেচেই না থাকেন, তাহলে তো তার বিটকয়েন নড়াচড়া করার কোনো ব্যাবস্থা নেই। অনেকেই মনে করে হাল ফিনি নিজেই সাতোশি। তিনি শুধু নিজেকে  আড়াল করার জন্যই কেবল সাতোশি নাম টি ব্যাবহার করেছিলো। আমি যদি ভুল না হই, থেমোস সম্ভবত এই মতকে প্রাধান্য দেন এবং তিনিও ভাবেন যে সম্ভবত হাল ফিনিই সাতোশি হতে পারে। যত দিন যাচ্ছে, এই সম্ভাবনা ততোই বাড়ছে। কারন সাতোশি বেচে থাকলে তিনি অবশ্যই কোনো একটা সিগন্যাল এই কমিউনিটিকে দিতেন বলে মনে হয়।
ঠিকই তো। কারো কাছে এত বড় এমাউন্টের সম্পদ থাকবে অথচ পৃথিবীতে তার নাম আড়ালে থাকবে এটা কেউ সহ্য করতে পারবে না। আমার নিজের ক্ষেত্রে হলেও আমি নিজেও পারতাম না। যে লোকটা সাতোশি নামে জন মনে ঘুরপাক খাচ্ছে আসলে সে হয়তো আর পৃথিবীতে নেই অন্য কোন ছদ্ম নামে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। পৃথিবীতে জীবিত মানুষের মধ্যে এত সংখ্যক বিটকয়েন থাকলে কোন না কোনভাবে নিজেকে আত্মপ্রকাশ করত। অথবা সাতোশি ছদ্মনাম ব্যবহার না করলেও হয়তো পৃথিবীতে আর সে বেঁচে নেই।